Advertisement
Advertisement

কোহলিহীন দলে কুকের নেতৃত্ব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আইসিসি-কে একহাত নিলেন ভারতের প্রাক্তন ওপেনার শেহবাগও৷

ICC Test Team branded a 'joke' as Alastair Cook is named captain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2016 7:03 pm
  • Updated:December 23, 2016 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা সংক্রান্ত কোনও না কোনও বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আকছার তাঁদের লড়তে দেখা যায়৷ কিন্তু আইসিসি-র অদ্ভুত সিদ্ধান্তে হতবাক দু’জনই৷ একজন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান এবং অন্যজন বীরেন্দ্র শেহবাগ৷ আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যালেস্টার কুককে৷ আর তাতেই আপত্তি তুলেছেন এঁরা৷

আইসিসি-র সেরা টেস্ট দলে বিরাট কোহলির জায়গাই হয়নি৷ রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ভারতীয় দলের আর কোনও ক্রিকেটারই ঠাঁই পাননি৷ তার উপর চলতি বছর একের পর এক টেস্ট সিরিজে জয় অধরা থাকার পরও সেরা দলের অধিনায়কের আসনে কুককে কীভাবে বসানো হল, তা মাথায় ঢুকছে না বীরুদের৷ বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এমন সিদ্ধান্তকে টুইটারে ‘ঠাট্টা’ বলে উল্লেখ করেছেন মরগ্যান৷ তাঁর প্রশ্ন, যে নেতা শেষ আটটি টেস্টে মাত্র একটিতে জিতেছে তাঁকে কেন নেতার দায়িত্ব দেওয়া হল? কোহলিকে দলে না রাখা নিয়েও সওয়াল করেছেন তিনি৷

Advertisement

তাঁর টুইটের উত্তরে আইসিসি-কে একহাত নিলেন ভারতের প্রাক্তন ওপেনার শেহবাগও৷ তিনি এই ঘটনাকে ‘কমেডি অ্যাওয়ার্ড’ বলে আখ্যা দিয়েছেন৷ টানা পাঁচ টেস্টে জয়ী ক্যাপ্টেন কোহলিকে দল থেকে বাদ দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় আইসিসি-র তীব্র নিন্দা করেছেন ক্রিকেটভক্তরাও৷ অনেকের মতে গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর সেপ্টেম্বরের পারফরম্যান্সের নিরিখেই যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রেও সেরা একাদশে কোহলির থাকা উচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ