সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদ্বন্দ্বী মানে শত্রু নয়, নিয়মিত এই বার্তা দিয়ে থাকেন ভারতের বিরাট কোহলি (Virat Kohli), পাকিস্তানের (Pakistan) বাবর আজমরা (Babar Azam)। এরপরেও দুই দেশের ক্রিকেট সমর্থকরা অনেক ক্ষেত্রে উষ্ণ বচাসায় জড়ান। এই দৃশ্য তার বিপরীত। এই দৃশ্য ক্রিকেটকে কেন্দ্র করে ভালবাসা ও সৌভ্রাতৃত্বের বার্তা দেয়। বোঝায়- ক্রিকেট খেলাটা সংকীর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে। তাকে কেন্দ্র করে জীবনের জয় ঘোষণাই হল গিয়ে আসল কথা। অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডের (Melbourne Cricket Ground) বাইরে ভারত ও পাকিস্তানের সমর্থকরা একসঙ্গে গান গাইলেন, মাতলেন নাচে। এক আকাশে উড়ল দুই দেশের পতাকা।
রবিবার বিরাট কোহলির ব্যাটের আলোয় আগাম দীপাবলিতে মেতেছিল গোটা ভারত। শেষ ওভারের শেষ বল পর্যন্ত গড়ানো ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীতার ম্যাচে পরাজিত হয় বাবর আজম, শাহিন আফ্রিদিদের পাকিস্তান। যদিও দুইপক্ষই সমর্থকদের হৃদয় জয় করে রুদ্ধশ্বাস খেলায়। এর পরেই এমসিজি-র বাইরে খোলা জায়গায় দেখা যায় নজিরবিহীন দৃশ্য। সুখবীরের গাওয়া পাঞ্জাবি গান ‘ইসক তেরা তরপাবে’-এর তালে একসঙ্গে নাচে মাতেন ভারত ও পাকিস্তানের অসংখ্য বহু সমর্থক। যে দৃশ্য দেখে বোঝার উপায় ছিল না দুই দেশের কুটনৈতিক সম্পর্ক, জঙ্গি ঝামেলা, সীমান্ত সমস্যা, দাউদকে আশ্রয়, মাসুদ আজহার, কাশ্মীর সমস্যার মতো বিষয়গুলি আদৌ বাস্তব কিনা।
[আরও পড়ুন: ‘এসব বরদাস্ত নয়’, রোহিতদের নিম্নমানের খাবার নিয়ে ফুঁসছে BCCI, কী প্রতিক্রিয়া আইসিসির?]
ভারত ও পাক সমর্থকরা যখন ‘ইসক তেরা তরপাবে’-এর তালে নাচ করছিলেন, তখন তাদের হাতে ছিল নিজের নিজের দেশের পতাকা। এমসিজির এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ২ লক্ষ ভিউ হয়েছে। ভিডিওর নিচে দুই দেশের সমর্থকদের মোদ্দা মন্তব্য, মেলবোর্নে ভারতের পাশাপাশি জিতেছে ক্রিকেট। উল্লেখ্য, সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) মতো বিশিষ্টজনেরাও ভিডিওটি রিটুইট করেছেন। সকলের বক্তব্য, এর চেয়ে সুন্দর দৃশ্য হতে পারে না।
.@Sukhbir_Singer #INDvPAK
Well said @gulshandevaiah https://t.co/pyxf9fd6N0— Abhishek (@juniorbachchan) October 25, 2022
[আরও পড়ুন: বিশ্বকাপে ফের অঘটন, আয়ারল্যান্ডের কাছে হার ইংল্যান্ডের]
যদিও কারও কারও বক্তব্য, বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে হারের পর ভারতীয়দের সঙ্গে পাকিস্তানি সমর্থকদের নাচ নিয়ে সমলাচনা হতে পারে বাবরদের দেশে। প্রসঙ্গত, কিছুদিন আগে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা একটি ভিডিও টুইট করেছিলেন, সেখানে ভারত-পাক ম্যাচের আগে চেন্নাই এক্সপ্রেস ছবির ‘লুঙ্গি ডান্স’ গানের তালে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় সমর্থকদের। ভাইরাল হয়েছিল সেই ভিডিও।