Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় বোলিংয়ের দাপটে প্রথম দিনই কোণঠাসা কুকরা

এদিন মোহালিতে রাজত্ব করলেন উমেশ যাদব (২), জয়ন্ত যাদব (২), রবীন্দ্র জাদেজা (২)৷

India vs England 3rd test day 1 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 7:39 pm
  • Updated:November 27, 2016 8:15 am

ইংল্যান্ড: ২৬৮/৮ (বেয়ারস্টো- ৮৯)

ভারত:

Advertisement

প্রথম দিনের খেলা শেষ

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টসে জেতার মতো অ্যাডভান্টেজ পেয়েছিল ইংল্যান্ড৷ কিন্তু তা সত্ত্বেও ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কুক অ্যান্ড কোম্পানি৷ আর তাই দিনের শেষে চওড়া হাসি ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখে৷

মোহালিতে ভারতীয় শিবির এক ঝটকায় অনেকগুলো পরিবর্তন দেখল৷ উরুর পেশিতে টান লাগায় ঋদ্ধিমান আগেই দলের বাইরে চলে গিয়েছিলেন৷ ফলে ৮ বছর দলে ঢুকে পড়েন উইকেটকিপার পার্থিব প্যাটেল৷ এদিন আবার কে এল রাহুলের চোটের খবর পাওয়া গেল৷ গৌতম গম্ভীরকে রনজি খেলতে ফেরত পাঠানো হয়েছিল রাহুলের কথা ভেবে৷ তিনি এই দলের প্রথম পছন্দের ওপেনার৷ সেই তিনি চোটের জন্য টেস্ট শুরুর ঠিক আগে দল থেকে ছিটকে গেলেন৷ তবে তাঁর ঠিক কোথায় চোট লেগেছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল৷ রাহুল বাইরে চলে যাওয়ায় টেস্টে অভিষেকের সুযোগ পেয়ে গেলেন করুণ নায়ার৷ কিন্তু ব্যাপার হল, সাধারণত ওপেনারের বদলে ওপেনারকে ডেকে নেওয়া হয়৷ এক্ষেত্রে মিডল অর্ডারে ব্যাট করতে আসা করুণকে সুযোগ করে দেওয়া হল৷

তবে অভিষেক টেস্টে তাঁর পারফরম্যান্স প্রথম দিন পরখ করা যায়নি৷ কারণ এদিন মোহালিতে রাজত্ব করলেন উমেশ যাদব (২), জয়ন্ত যাদব (২), রবীন্দ্র জাদেজা (২)৷ শুরুতেই ইংল্যান্ডের দুই ওপেনার কুক ও হামিদকে ফিরিয়ে ব্যাটিং অর্ডারের ভিত নাড়িয়ে দেন অশ্বিন ও উমেশ৷ তারই মধ্যে বেয়ারস্টো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেন৷ এবং অনেকটাই সফল তিনি৷ বরং বলা ভাল, তাঁর ৮৯ রানের ইনিংসেই প্রথমদিন ২৫০-র গণ্ডি পেরোতে পারল ইংল্যান্ড৷ ভারতীয় বোলারদের খানিকটা প্রতিহত করতে পারলেন জোস বাটলারও (৪৩)৷

রাজকোট এবং ভাইজ্যাগের থেকে মোহালির উইকেটে বেশি সুবিধা পান ফাস্ট বোলাররা৷ যার প্রমাণ এদিন পেসাররা দিলেন৷ হিসেব মতো তাহলে উল্টোদিকের ছবিটাও একই হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অর্থাৎ অ্যান্ডারসন, রসিদরা ত্রাস হয়ে উঠতে পারেন, তা মাথায় রেখেই ব্যাট হাতে নামতে হবে বিরাটদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ