Advertisement
Advertisement

Breaking News

কুকদের বড় রানের জবাব দিচ্ছে বিজয়, পূজারা

জাদেজা চারটি এবং অশ্বিন ছ'টি করে উইকেট তুলে নিয়ে শেষ করে দেন ইংল্যান্ডকে৷

India vs England 4th test 2nd day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 6:13 pm
  • Updated:December 9, 2016 6:13 pm

ইংল্যান্ড: ৪০০ (জেনিংস-১১২, বাটলার-৭৬)

ভারত: ১৪৬/১ (বিজয়-৭০*)

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’টেস্টে যা পারেননি মুম্বইতে তাই করে দেখালেন বাটলাররা৷ বিরাটদের বিরুদ্ধে প্রথম টেস্টের পর আবার মুম্বইয়ে ৪০০ রানের মুখ দেখল ইংল্যান্ড৷ ওয়াংখেড়ের বাইশ গজে নামার আগে কি তবে দুবাই সফর সত্যিই ফুরফুরে করে তুলেছে কুকবাহিনীকে? ব্যাটসম্যানদের ফর্ম কিন্তু সে কথাই বলল৷ অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম দিনই দলকে স্বস্তি দিয়েছিলেন জেনিংস৷ শুক্রবার বাকি কাজটা করলেন বাটলার৷ ক’দিন আগেই যিনি দুবাইয়ের সৈকতে বান্ধবীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন৷

জাদেজা ও অশ্বিনের স্পিন ঝড় সামলে সেই বাটলারই ৭৬ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মশলা জোগালেন৷ তবে ভারতীয় দুই স্পিনারের দুরন্ত বোলিংয়ে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি ইংল্যান্ডের টেল এন্ডাররা৷ ভুবনেশ্বর, উমেশদের বেশি খাটা-খাটনি করতে হল না৷ শামির অভাবও বুঝতে দেননি স্পিনাররা৷ জাদেজা চারটি এবং অশ্বিন ছ’টি করে উইকেট তুলে নিয়ে শেষ করে দেন ইংল্যান্ডকে৷

কুকদের বিরুদ্ধে আপাতত ২-০ এগিয়ে বিরাটরা৷ মুম্বইয়ে জিতলেই সিরিজ পকেটে পুরতে পারবে টিম ইন্ডিয়া৷ সেই লক্ষ্যেই বেশ কয়েকদিন বিশ্রামের পর চনমনে মেজাজে খেলতে নেমেছে কোহলি অ্যান্ড কোম্পানি৷ লক্ষ্যপূরণের শুরুটা মন্দ হল না৷ চোট সারিয়ে দলে ফেরা লোকেশ রাহুল ২৪ রানে ফিরে গেলে শক্ত হাতে হাল ধরেন মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা (৪৭*)৷ এদিন অনেকটাই রানের খরা কাটিয়ে উঠতে পারলেন ভারতীয় ওপেনার৷ এভাবে ফর্ম ধরে রাখতে পারলে ভারত যে বড় রানে পৌঁছতে পারবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বিশেষজ্ঞদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ