Advertisement
Advertisement

Breaking News

সুপার সপারের অভাবে ভেস্তে গেল খেলা, বিরক্ত ভারত

পুজারাকে দলের বাইরে রাখা নিয়ে প্রাক্তনদের অনেকে প্রশ্ন তুলেছিলেন৷ এখানে পুজারাকে দলে ফেরানো হল৷

India vs West Indies 4th test: Rain wipes out most of day one
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 12:06 pm
  • Updated:August 19, 2016 12:08 pm

ওয়েস্ট ইন্ডিজ – ৬২/২ (২২ ওভার)

ভারত

Advertisement

প্রথম দিনের খেলা শেষ

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট৷ মিশন ৩-০৷ বোলারদের উপর আছে প্রচুর আস্থা৷ তাই অতিরিক্ত ব্যাটসম্যান হিসাবে পুজারাকে দলে আনা হল৷ শুরুটা হল পরিকল্পনা অনুযায়ী৷ লাঞ্চের আগে ২২ ওভারে ৬২/২৷ কিন্তু বাধ সাধল বৃষ্টি৷ আলো কমে আসায় এমনিতেই কিছুটা আগে নিতে হয় মধ্যাহ্নভোজের বিরতি৷ সেই সময়ই শুরু হয় বৃষ্টি৷ তবে জমা জল বার করার মতো ব্যবস্থাই নেই লারার শহরের স্টেডিয়ামে৷ মাঠ কর্মীরা কাপড় দিয়ে জল সরানোর কাজ করতে লাগলেন৷ এই নিয়েই প্রচণ্ড বিরক্ত ভারত৷ এদিন নষ্ট হল ৬৮ ওভার৷

কুইন্স পার্ক ওভালে চতুর্থ টেস্ট শুরুর আগে যে টিম লিস্ট দেখা গেল, তাতে শিখর ধাওয়ান নেই৷ তাঁর বদলে এলেন মুরলী বিজয়৷ আঙুলের চোট সারিয়ে যিনি বসে ছিলেন অ্যান্টিগায়৷ চোট সারিয়ে ফিরলেন৷ হল আরও একটি পরিবর্তন৷ রবীন্দ্র জাদেজার বদলে আনা হল পুজারাকে৷

team-india_web

অনেকের মতো ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারেরও ধারণা কুইন্স পার্কের উইকেটে বল পরের দিকে ঘোরে৷ টসে জিতে তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি৷ ভারত শুধু স্পিনার বলতে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাচ্ছে৷ সঙ্গে ভুবি, সামি আর ইশান্ত৷ আগের টেস্টে ভুবনেশ্বর কুমার ভারতকে জয়ের রাস্তায় নিয়ে গিয়েছিলেন৷ এখানে অবশ্য দলকে প্রথম ব্রেক এনে দিলেন ইশান্ত শর্মা৷ তাঁর বলে জনসনের (৯) ক্যাচ ধরেন রোহিত শর্মা৷ কার্লোস ব্রেথওয়েটকে অবশ্য প্রথমদিকে যথেষ্ট সাবধানী লেগেছে৷ ৩২ রানে অপরাজিত তিনি৷ অশ্বিন বল করতে এসেই ফিরিয়ে দেন ব্র্যাভোকে (১০)৷

পুজারাকে দলের বাইরে রাখা নিয়ে প্রাক্তনদের অনেকে প্রশ্ন তুলেছিলেন৷ বিশেষ করে রোহিত অ্যান্টিগায় ব্যর্থ হওয়ায়৷ এখানে পুজারাকে দলে ফেরানো হল৷ কিন্তু বিরাট ভরসা রাখলেন রোহিতের উপরেও৷ এসবের মধ্যে এখন টিম ইন্ডিয়ার একটাই প্রার্থনা৷ বৃষ্টি যেন না হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ