Advertisement
Advertisement

Breaking News

জন্মদিনের নজরকাড়া সেলিব্রেশনে ভারতীয় দলের ‘গোল্ডেন বয়’

দলের সতীর্থদের সঙ্গে টিম হোটেলেই কেক কাটলেন৷

Indian cricket Virat Kohli turns 28
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 4:31 pm
  • Updated:November 6, 2016 2:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে রতনে রতন চেনে৷ শচীন তেণ্ডুলকরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, কোন ভারতীয় ক্রিকেটার তাঁর রেকর্ডকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, মাস্টার ব্লাস্টার উত্তর দিতে একেবারেই সময় নেননি৷ যে দু’জনের নাম নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম বিরাট কোহলি৷ ছোটবেলার ‘অনুপ্রেরণা’র মুখ থেকে নিজের নামটা শুনতে দারুণ ভালবাসেন বিরাটও৷ ঠিক করেই নিয়েছেন, যে হিরো বাইশ গজে শুধু জয়ের কথা ভেবেছেন, সেই হিরোর ভবিষ্যদ্বাণীকেও কোনওভাবে ব্যর্থ হতে দেবেন না৷ আর তাই ক্রিকেটই তাঁর ধ্যান, ক্রিকেটই জ্ঞান৷ আজ ২৮ বছরে পা দেওয়া ‘চিকু’র প্রথম প্রেম সেই ক্রিকেটই৷ ক্রিকেটও যেন তাঁকে পেয়ে ধন্য হয়েছে৷ তার ইতিহাসেও যে কত নয়া নজিরের পাতা যোগ হয়ে চলেছে প্রতিনিয়ত৷

কখনও ব্র্যান্ডেড ঘড়ির বিজ্ঞাপনে জেনিলিয়া ডিসুজার পাশে দেখা গিয়েছে তাঁকে, তো আবার কখনও অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন কোহলি৷ কিন্তু কোনওভাবেই নিজের প্রথম প্রেমের উপর এসবের কোনও প্রভাব পড়তে দেননি৷ নিন্দুকরা বলেন, গার্লফ্রেন্ড গ্যালারিতে থাকলে বাইশ গজে বেশিক্ষণ মন টেকে না দিল্লির তরুণ তুর্কির৷ কিন্তু ব্যাট হাতে তাঁর রেকর্ডগুলি যে এক্কেবারে অন্য কথা বলে! ১৬১টি ওয়ানডে খেলেই ৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন৷ আইপিএল-এর এক মরশুমে সর্বোচ্চ ব্যাটসম্যান হিসেবে ৯৭৩ রানের নজিরও গড়েছেন৷ আবার টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে টানা চারটি টেস্টে দলকে জিতিয়েছেন৷ প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে টেস্টে জোড়া শতরানের মালিকও তিনি৷ অর্থাৎ আট বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনটে ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন৷ ভিভ রিচার্ডস থেকে মিচেল জনসন, গ্যারি সোবার্স থেকে সুনীল গাভাসকর, অল্প সময়েই সবার চোখের মণি হয়ে উঠেছেন ভারতীয় দলে নিজেকে ‘অপরিহার্য’ করে তোলা এই ক্রিকেটার৷

Advertisement

Advertisement

বুধবার থেকে রাজকোটের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই শুরু৷ তাই শনিবারই রাজকোট পৌঁছল দল৷ তার আগে রাতে বাড়িতে বার্থডে কেক কাটলেন৷ পরে টিম হোটেলে দলের সতীর্থদের সঙ্গেও আরেক দফা কেক কাটা হল৷ বান্ধবী অনুষ্কার হাত ধরেই হোটেলে এলেন বিরাট৷ আর শুক্রবার ১২টা বাজতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠল ‘উই লাভ ইউ কোহলি’ হ্যাশট্যাগ৷ তবে কোহলির বিরাট জনপ্রিয়তার মধ্যেও ফের টুইট ছক্কা হাঁকিয়ে নজর কাড়লেন বীরেন্দ্র শেহবাগ৷ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে মজা করে লিখলেন, “8 বছর আগে আমরা এই দিনে সবেদা (পড়ুন চিকু) খেতাম৷ তবে আমার মনে হয়, আজ সব অটো ও ট্যাক্সি চালকরা ১০০ দিয়ে মিটার চালু করবে৷”

 

ভারতীয় ক্রিকেটের গোল্ডেন বয়ের শুভ জন্মদিনে তাঁর কোটি কোটি ফ্যানের আর্জি একটাই, যেমন আছ ঠিক তেমনটাই থাকো৷ কারণ কোহলির জিয়নকাঠির ছোঁয়াতেই ভাল থাকবে টিম ইন্ডিয়া৷ ভাল থাকবে ক্রিকেটও৷ এমনটাই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ