Advertisement
Advertisement

ক্রিকেট থেকে কবে অবসর নিচ্ছেন? উত্তরে এ কথাই জানালেন যুবরাজ

সিদ্ধান্তটা একপ্রকার নিয়েই ফেলেছেন 'পাঞ্জাব দা পুত্তর'৷

Indian cricketer Yuvraj Singh gives hint on retirement plans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2018 6:58 pm
  • Updated:June 17, 2022 6:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ বিশ্বকাপে সিরিজ সেরা হয়েছিলেন৷ তারপর মারণরোগ ক্যানসার জীবনের হিসেব-নিকেশগুলো অনেকটাই বদলে দিয়েছিল৷ সুস্থ হয়ে প্রত্যাবর্তন করলেও জাতীয় দলের জার্সি গায়ে আর নিয়মিত খেলার সুযোগ হয়নি৷ তরুণ তুর্কিদের ভিড়ে দলে তাঁর গুরুত্বও এখন অনেকটাই ফিকে৷ আর তাই এবার অবসর নিয়ে ভাবতে শুরু করেছেন যুবরাজ সিং৷

কবে বাইশ গজকে বিদায় জানাবেন ভারতীয় দলের যুবরাজ? বলছেন, আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের পরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি৷ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন যুবি৷ “২০১৯ পর্যন্ত সব ধরনের ক্রিকেটই খেলব৷ সেই বছরটা কাটলে অবসর নিয়ে সিদ্ধান্ত নেব৷”, ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ ভাবনার প্রশ্নের উত্তরে বলেন ভারতীয় অলরাউন্ডার৷

Advertisement

[ওয়াঘা সীমান্তে পাক পেসার হাসান আলির কীর্তি দেখলে আপনিও রেগে যাবেন!]

ভারতীয় দলের সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে রয়েছে যুবরাজের৷ সেই শচীন, সৌরভ, জাহির খান জমানা থেকেই দলে অলরাউন্ডার হিসেবে নজর কেড়েছিলেন৷ তারপর ধোনি হয়ে কোহলির নেতৃত্বেও দলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন৷ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন প্রায় দু’দশক আগে৷ গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ পেয়েছিলেন পাঞ্জাব দা পুত্তর৷ তবে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর ডাক পড়েনি৷ ৩৬ বছরের যুবি তাই মেনে নিয়েছেন, এখন কেরিয়ারের সায়াহ্নেই পৌঁছে গিয়েছেন৷ বলছেন, “২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি৷ ১৭-১৮ বছর তো হয়েই গেল৷ প্রত্যেককেই একটা সময়ের পর এ নিয়ে সিদ্ধান্ত নিতে হয়৷ তাই ভাবছি পরের বছরই বিষয়টা নিয়ে ভাবব৷”

Advertisement

আপাতত চলতি আইপিএলে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাবে খেলছেন৷ আর সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যতের চিন্তা-ভাবনার কথা জানালেন তিনি৷ তবে আপাতত আইপিএলেই মনোযোগী যুবি৷ বলছেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য লিগ তালিকার প্রথম চারে থাকা৷ তারপর আস্তে আস্তে এগোতে হবে৷ এবারের দলটা দারুণ৷ ব্যাটিং-বোলিং দুই বিভাগই বেশ শক্তিশালী৷ আশা করছি, কোয়ালিফাই করে ফাইনালে পৌঁছে যাব৷”

[ডাকওয়ার্থ লুইসেই হার, ম্যাচের পর ক্ষোভ উগরে দিলেন কার্তিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ