৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ডোপ কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতীয় গোলকিপার সুব্রত পালের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: April 25, 2017 6:50 am|    Updated: April 25, 2017 7:04 am

Indian goalkeeper Subrata Paul fails to clear dope test

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক মাস পরই দেশের মাটিতে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবলের ভাবমূর্তি। ডোপ কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতীয় গোলকিপার সুব্রত পালের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সচিব কুশল দাস জানিয়েছেন, গত মাসে সুব্রতর নমুনায় নিষিদ্ধ ওষুধ মিলেছে।

[জাহির-সাগরিকাকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন কুম্বলে]

গত মার্চে কম্বোডিয়া উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে পরীক্ষাটি হয়েছিল। এআইএফএফ সচিব বলেন, জাতীয় ডোপ-বিরোধী এজেন্সির (নাডা) তরফে জানানো হয়েছে সুব্রত এ স্যাম্পেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তিনি চাইলে বি স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠাতে পারেন। নাডার প্রধান নবীন আগরওয়ালও এ খবর স্বীকার করেছেন। অ্যাথলেটিক্স, ওয়েটলিফ্টিং বিভাগের খেলোয়াড়দের গা থেকে এখনও ডোপ কেলেঙ্কারির দাগ মেটেনি। তারই মধ্যে অর্জুন পুরস্কার প্রাপ্ত সুব্রতর নাম উঠে আসায় বাংলার ক্রীড়া দুনিয়ায় এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন সুব্রত। ফিফার নিয়ম অনুযায়ী, ডোপ টেস্টে ফেল করলে সেই ফলাফলের এক সপ্তাহের মধ্যে ফুটবলারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী অভিযোগ প্রমাণিত হলে চার বছরের জন্য নির্বাসিতও হতে পারেন সুব্রত।

[বিরাটবাহিনীকে রেকর্ড রানে হারানোর রহস্য ফাঁস করলেন গম্ভীর]

জাতীয় দলে গুরপ্রীত সিং সান্ধু থাকায় বর্তমানে নিয়মিত প্রথম একাদশে সুযোগ হয় না ৩০ বছরের গোলকিপারের। তবে যখনই সুযোগ পেয়েছেন, কোচ কনস্ট্যানটাইনকে তিনি কখনওই হতাশ করেননি। ডিএসকে শিবাজিয়ান্সের জার্সি গায়ে চাপিয়েও চলতি আই লিগে ভাল ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ফুটবলে ডোপিংয়ের ঘটনায় বেশ উদ্বিগ্ন ফুটবলমহল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে