Advertisement
Advertisement

প্রয়াত কিংবদন্তি হকিতারকা মহম্মদ শাহিদ

১৯৮০ মস্কো ওলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ৫৬ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন৷ বুধবার গুরগাঁওয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শাহিদ৷

Indian hockey legend Mohammed Shahid passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 2:11 pm
  • Updated:July 20, 2016 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি হকি তারকা মহম্মদ শাহিদ৷

১৯৮০ মস্কো ওলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ৫৬ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন৷ বুধবার গুরগাঁওয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শাহিদ৷ চিকিৎসকরা জানান, লিভার ও কিডনি বিকল হয়ে যাওয়াই মৃত্যু ডেকে আনল তাঁর৷

Advertisement

গত মাসে জন্ডিস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ অবস্থার অবনতি ঘটায় গত ২৯ জুন বারাণসী থেকে বিমানে গুরগাঁও উড়িয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি৷ ভারতীয় রেলে কর্মরত শাহিদের চিকিৎসার খরচের দায়িত্ব নেয় রেল৷ ক্রীড়ামন্ত্রকের তরফে শাহিদের পরিবারের হাতে দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

ড্রিবলিংয়ের জন্য দলে বেশ জনপ্রিয় ছিলেন বারাণসীর বাসিন্দা৷ ১৯ বছর বয়সে জুনিয়র হকি বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শাহিদ৷ ১৯৮৫-৮৬ মরশুমে দলকে নেতৃত্বও দিয়েছিলেন৷ ১৯৮১-তে অর্জুন ও ‘৮৬-তে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল এই ভারতীয় কিংবদন্তিকে৷

তাঁর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, “মহম্মদ শাহিদের মৃত্যুর খবর পেলাম৷ অসাধারণ একজন ক্রীড়াবিদকে হারালাম৷ তাঁর পরিবার পরিজনের প্রতি সহানুভূতি রইল৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ