Advertisement
Advertisement

Breaking News

গম্ভীর-উথাপ্পার দাপুটে ব্যাটিংয়ে পুণের ঘরের মাঠে দুর্দান্ত জয় কেকেআর-এর

রাইজিং পুণে সুপারজায়ান্ট: ১৮২/৫ (স্মিথ-৫১*) Advertisement কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/৩ (গম্ভীর-৬২, উথাপ্পা-৮৭) Advertisement ৭ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স Advertisement সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬.৪ ওভার৷ ইমরান তাহিরের ডেলিভারি সোজা ডিপ মিড-উইকেটের দিকে পাঠালেন উথাপ্পা৷ সেখানে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে জয়দেব উনাদকাট ক্যাচটা নিতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন স্টিভ স্মিথরা৷ কিন্তু নাহ্৷ বল চলে গেল সোজা […]

ipl 10 kolkata knight riders beat rising pune supergiant by 7 wickets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 5:41 pm
  • Updated:July 11, 2018 10:54 am

রাইজিং পুণে সুপারজায়ান্ট: ১৮২/৫ (স্মিথ-৫১*)

কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/৩ (গম্ভীর-৬২, উথাপ্পা-৮৭)

Advertisement

৭ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬.৪ ওভার৷ ইমরান তাহিরের ডেলিভারি সোজা ডিপ মিড-উইকেটের দিকে পাঠালেন উথাপ্পা৷ সেখানে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে জয়দেব উনাদকাট ক্যাচটা নিতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন স্টিভ স্মিথরা৷ কিন্তু নাহ্৷ বল চলে গেল সোজা বাউন্ডারির বাইরে৷ একাদশতম ওভারে একই ভুল করলেন ওয়াশিংটন সুন্দর৷ এবার রক্ষা পেলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর৷ এই দুই ক্যাচ ফেলারই খেসারত দিতে হল পুণেকে৷ তারপর শুধুই চার আর ছয়ের বন্যা বইল এমসিএ-তে৷ এই জুটিই সুপারজায়ান্টদের ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে আনল৷ ফের একবার মুখে হাসি ফুটল কলকাতাবাসীর৷

[সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে ঠাঁই হল না ধোনির]

বুধবারের লড়াইটা খাতায়-কলমে কলকাতা বনাম পুণের হলেও আড়ালে অনেকগুলো লড়াই চলছিল৷ ভারতীয় দলে দীর্ঘদিন ধরে সুযোগ না পাওয়া গম্ভীর বনাম ক্যাপ্টেন কুলের৷ বাঙালি সঞ্জীব গোয়েঙ্কা বনাম বাংলার দলের৷ নিলামে বিক্রি না হওয়া মনোজ তিওয়ারি বনাম তাঁর প্রাক্তন দল কেকেআর-এর৷ সব লড়াইয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হলেন গম্ভীর ও তাঁর সতীর্থরা৷ তিন নম্বর আইপিএল-এ ট্রফিই যে ঘরে তোলা গম্ভীরের একমাত্র লক্ষ্য, তা ফের বুঝিয়ে দিলেন তিনি৷

VRP__6494

গত ম্যাচে বিরাটবাহিনীকে দুরমুশ করে আত্মবিশ্বাসে ফুটছিল গোটা দল৷ এদিন ছিল অ্যাওয়ে ম্যাচ৷ তাতে কী! গম্ভীর জানেন, পারফরম্যান্সই শেষ কথা বলে৷ এদিনও তার ব্যতিক্রম হল না৷ ব্যাটে-বলে পুণেকে অনেক পিছনে ফেলে দিল কিং খানের দল৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছিলেন গোতি৷ প্রথম ব্যাট করতে এসে শুরুটা মন্দ করেননি রাহানে (৪৬) ও রাহুল ত্রিপাঠি (৩৮)৷ ৮ ওভারের মধ্যেই স্কোরবোর্ড ৬৫ রান যোগ করে ফেলেন তাঁরা৷ তারপর দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ৷ ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি৷ দুরন্ত পারফর্ম করে দলকে ১৮০ রানের গণ্ডি পার করিয়ে নাইটদের ভালই চাপে ফেলে দিয়েছিলেন৷ কিন্তু পুণেবাসীর এদিন আর ধোনি ধামাকা দেখা হল না৷ ২৩ রান করে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷ এককালে কেকেআর-এর জার্সি পরে খেলেছেন মনোজ তিওয়ারি৷ কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠতে চেয়েছিলেন৷ কিন্তু কুলদীপ যাদবের (২) দাপুটে বোলিংয়ের সামনে টিকতে পারলেন না৷ তাঁর নামের পাশে লেখা রইল মাত্র ১ রান৷

VRP__6637

১৮৩ রানের লক্ষ্যটা নেহাত সহজ নয়৷ কিন্তু উথাপ্পা এবং গম্ভীর লাগাতার বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে তা জলের মতো সহজ করে দিলেন৷ ৪৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আুট হন উথাপ্পা৷ ততক্ষণে দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে৷ জয়ের জন্য ৪ রান বাকি থাকতে ঠাকুরের হাতে ক্যাচ তুলে ফেরেন  গম্ভীর৷ এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এল কেকেআর৷ সুকমায় মাওবাদী হামলায় শহিদদের শ্রদ্ধা জানাতে এদিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিল নাইটবাহিনী৷ কলকাতা দলের অধিনায়ক হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচে জয় শহিদদেরই যেন উৎসর্গ করলেন গম্ভীর৷

[বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন জেট এয়ারওয়েজের চালক, অভিযোগ হরভজনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ