Advertisement
Advertisement

চূড়ান্ত হল আসন্ন আইপিএল নিলামের দিন

প্রথমে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার নিলাম অনুষ্ঠিত হবে।

IPL Auction to be held on End Of February
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 12:18 pm
  • Updated:February 3, 2017 2:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের প্রশাসনে কে বসবেন, সেই সমস্যার জট কেটে গিয়েছে৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, চার সদস্যের প্রশাসকের প্যানেলের প্রধান হিসেবে বোর্ডের দায়িত্ব সামলাবেন প্রাক্তন সিএজি বিনোদ রাই। ফলে আসন্ন আইপিএল-এর নিলাম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত অতীত৷

(রায়নার হাঁকানো ছক্কায় গুরুতর জখম শিশু)

সাধারণত ফেব্রুয়ারিতেই আইপিএল-এর নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে৷ যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নেওয়ার কাজ সারে। চলতি বছর ৫ এপ্রিল থেকে শুরু ৮ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফাইনাল ২১ মে। তার আগে চলতি মাসের শেষ সপ্তাহেই হবে আইপিএল-এর নিলাম।

Advertisement

(ক্যাপ্টেন কুলকে অভিনব সংবর্ধনা কোহলির)

প্রথমে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার নিলাম অনুষ্ঠিত হবে। তবে লোধা কমিটির সুপারিশ না মানায় বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকেকে বোর্ড থেকে বহিষ্কার করেছিল সুপ্রিম কোর্ট৷ ঠিক হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে৷ প্রতিটি দলে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ২৭জন ক্রিকেটার থাকবে৷ মোট ৭৬জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রশাসক কমিটির তরফে নিশ্চিত করা হয়েছে, খুব তাড়াতাড়ি আইপিএল নিলামের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ