Advertisement
Advertisement

নয়া সুখবরে উচ্ছ্বসিত ইরফান পাঠান

বাড়ির নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন ইরফানের ভাই ইউসুফ পাঠানও৷

Irfan Pathan becomes father of a baby boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 7:01 pm
  • Updated:December 21, 2016 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর আলো দেখার পরমুহূর্ত থেকেই তারকা হয়ে উঠেছে করিনা কাপুরের পুত্র তৈমুর আলি খান পতৌদি৷ সইফিনার পুত্রের ছবি ও নামের আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিড় জমিয়েছেন উৎসাহীরা৷ কিন্তু অনেকেই হয়তো খোঁজ পাননি, সেদিনই দেশের মাটিতে জন্ম নিয়েছে আরেক ভবিষ্যৎ তারকা৷ হ্যাঁ, সইফের মতো মঙ্গলবার বাবা হয়েছেন ইরফান পাঠানও৷

গত ফেব্রুয়ারিতে মডেল সাফা বেইগের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ভারতীয় পেসার৷ মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দিলেন সাফা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেই সেই সুখবর দিলেন ইরফান৷ টুইটারে তিনি লেখেন, “এই আনন্দটা মুখে বলে বোঝানো যায় না৷ একটা অদ্ভূত অনুভূতি হচ্ছে৷” ইনস্টাগ্রামে সদ্যোজাতর ছবিও দিয়েছেন তিনি৷ বাড়ির নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন ইরফানের ভাই ইউসুফ পাঠানও৷ তিনি জানিয়েছেন, তাঁর দুই ছেলে আয়ান এবং রায়ান নতুন ভাইকে পেয়ে দারুণ খুশি৷

Advertisement

প্রায় চার বছর জাতীয় দলের বাইরেই রয়েছেন ইরফান৷ ২০১২-য় শেষবার ধোনির টি-টোয়েন্টি দলে খেলেছিলেন তিনি৷ তবে তাঁর আশা ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে ফের দলে ঢোকার সুযোগ পাবেন তিনি৷ সেসব ভবিষ্যতের কথা৷ ইরফান আপাতত বাবা হওয়ার আনন্দ উপভোগ করছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement