সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) হেড কোচ করুক দিল্লি ক্যাপিটালস। যে সে নন, ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠান এমনই প্রস্তাব দিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)।
এবারের আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালস নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এই মুহূর্তে লিগ তালিকার যা অবস্থা তাতে দিল্লি ক্যাপিটালস সবার শেষে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। এর আগে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন।
এবারের টুর্নামেন্টে প্রথম পাঁচটা ম্যাচেই হার মানে দিল্লি। এরপরে কিছুটা হলেও ভাগ্য বদল ঘটে ডেভিড ওয়ার্নারের দলের। পরবর্তী পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জেতে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের কাছে হার দিল্লি ক্যাপিটালসকে প্লে অফের দৌড় থেকে ছিটকে দেয়।
ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার বলছেন, ভারতীয় প্লেয়ারদের মানসিকতা খুব ভাল বোঝেন সৌরভ। ড্রেসিং রুমের পরিবেশ কেমন রাখতে হয়, সেটা জানা ভারতের প্রাক্তন অধিনায়কের। পাঠান বলেছেন, ”দিল্লির ডাগ আউটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি বড় ব্যাপার। দাদাকে যদি কোচের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই দলটাই আরও ভাল করবে। সৌরভের হাতে পড়ে দলটা বদলে যাবে বলেই আমার বিশ্বাস। ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে দাদার। ড্রেসিং রুমের পরিবেশ কেমন রাখতে হয়, তাও জানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দিল্লি এর সুবিধা নিতে পারে। ওয়ার্নারকে বলতে শোনা গিয়েছে, পরের মরশুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দল। সেই প্রেক্ষিতেই বলছি, পরিবর্তিত ভূমিকায় গাঙ্গুলিকে দেখলে সমস্যা হওয়ার কথা নয়।”
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পক্ষে ভাল কিছু করার সম্ভাবনা আর নেই। আগামী মরশুমে সৌরভকে কোন ভূমিকায় দেখা যায় সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.