Advertisement
Advertisement

Breaking News

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন বাগানের জেজে

ফেডারেশনের বার্ষিক অনুষ্ঠানে সেরা ফুটবলারের ট্রফি-সহ আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে তাঁর হাতে৷

Jeje got the best player of the year award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 2:45 pm
  • Updated:December 21, 2016 2:45 pm

স্টাফ রিপোর্টার: ফেডারেশনের বিচারে গত মরশুমে দেশের সেরা ফুটবলারের সম্মান পেলেন জেজে লালপেখলুয়া৷

বিভিন্ন জটিলতা কাটিয়ে বুধবার অনুষ্ঠিত হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা৷ সেখানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এআইএফএফ-এর ইয়ুথ ডেভলপমেন্ট প্রোজেক্ট থেকে উঠে আসা মিজোরামের ফুটবলার এই মুহূর্তে দেশের অন্যতম সেরা তারকা৷ তাঁর সাফল্যের রোশনাইয়ে ফিকে হয়ে গিয়েছেন সুনীল ছেত্রীও৷ আই লিগ, সাফ কাপ, আইএসএল, ফেডারেশন কাপ৷ ক্লাব, দেশ ও ফ্র্যাঞ্চাইজির হয়ে টানা চারটি প্রথম সারির প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন৷ ফেডারেশনের বার্ষিক অনুষ্ঠানে সেরা ফুটবলারের ট্রফি-সহ আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে তাঁর হাতে৷

Advertisement

সেরা মহিলা ফুটবলারের সম্মান পেয়েছেন ওড়িশার সস্মিতা মালিক৷ ট্রফির সঙ্গে তিনি পাবেন দু’লক্ষ টাকা৷ পুরুষ ও মহিলাদের সেরা প্রতিভাবান ফুটবলারের সম্মান পেয়েছেন গোয়ার রোউলিন বোর্জেস ও হরিয়ানার সঞ্জু৷ ট্রফি ছাড়া তাঁরা পাচ্ছেন যথাক্রমে এক লক্ষ ও ৭৫ হাজার টাকা৷ সেরা রেফারি নির্বাচিত হয়েছেন বাংলার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়৷ সহকারী রেফারি জোসেফ টনি৷ তৃণমূল স্তরের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বিশেষ সম্মান পেয়েছে পাঞ্জাব৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ