Advertisement
Advertisement

লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর

কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে। কেকেআর-এর এই জয়ই কি ফের চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়ে গেল সমর্থকদের কাছে?

KKR beat Gujarat Lions by 10 wickets in IPL 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 5:26 pm
  • Updated:July 11, 2018 11:01 am

গুজরাট লায়ন্স: ১৮৩/৪ (রায়না- ৬৮*)

কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/০ (গম্ভীর-৭৬*, লিন-৯৩*)
১০ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার আর তেমন সুযোগ হয় না। তাই সারা বছর যেন এই সময়টার অপেক্ষাতেই থাকেন গৌতম গম্ভীর। কবে বাইশ গজে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। আর সেই সুযোগ আসতেই ‘পয়সা উসুল’ পারফর্ম করে কেকেআর ভক্তদের মুখে হাসি ফোটান তিনি। শুক্রবার ছিল তেমনই একটি দিন। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে গুজরাট লায়ন্সকে তাঁদেরই ঘরের মাঠে  ১০ উইকেটে হারিয়ে জয় দিয়ে আইপিএল-এর দশম মরশুম শুরু করল গোতি অ্যান্ড কোম্পানি।

Advertisement

VRP__0119

একেই বলে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাট হাতে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকানোর আগে নজর কাড়লেন নেতা গম্ভীরও। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত থেকে সঠিক সময় সঠিক বোলারের হাতে বল তুলে দেওয়া, সব বিভাগেই লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হলেন গম্ভীর। আর ঠিক তাঁর উল্টো দিকে জোরদার লড়াই দিয়েও ফিকে হয়ে পড়লেন সুরেশ রায়না। ব্যাটিং করার সময় প্রায় চারবার লাইফ লাইন পেয়ে যান তিনি। তিনবার ক্যাচ আউট ও একবার রান-আউট হওয়া থেকে রক্ষা পান গুজরাট দলের ক্যাপ্টেন। সুনীল গাভাসকর মজা করে বললেন, “ভাগ্য। ভাগ্য সঙ্গে না থাকলে কি আর এতবার বাঁচা যায়?” সেই ভাগ্যের জোরেই ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। কিন্তু শেষমেশ দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানল রায়নার ভাগ্য। শেষ হাসি হাসলেন দু’বারের চ্যাম্পিয়ন দলের নেতাই।

SANDY57690 (1)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক ঘটানো কুলদীপ যাদবের দিকে এদিন বিশেষ নজর ছিল ক্রিকেটভক্তদের। এদিনও হতাশ করলেন না ভারতীয় চায়নাম্যান। ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও পিয়ূশ চাওলা। নাইট দলের অন্যতম ভরসা সুনীল নারিনকে অবশ্য পুরনো ছন্দে পাওয়া গেল না এদিন।

SANDY57532

ব্যাটিং সহায়ক উইকেট। বাউন্ডারিও খুব বড় নয়। তবে ১৮৪ লক্ষ্যটা নেহাত সহজ হবে না বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গম্ভীররা? তাঁরা তো প্রবীন কুমার, ধবন কুলকর্ণি, মনপ্রীত গোনি, ডোয়েন স্মিথদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। তাঁদের ডেলিভারিকে একের পর এক মাঠের বাইরে পাঠালেন গম্ভীর ও ক্রিস লিন। চোখে-মুখে হতাশা বেরিয়ে এল বোলারদের। আর তাই ৩১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলল কিং খানের দল। শুধু জয়ই নয়, সেই সঙ্গে প্রথম ম্যাচেই নয়া রেকর্ড গড়ে ফেললেন দুই নাইট ওপেনার। আইপিএল-এর ইতিহাসে এত বড় রানের পার্টনারশিপ এর আগে কেকেআর দলের ছিল না। এমনকী গোটা আইপিএলে ওপেনিং জুটিতে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। গম্ভীর ৭৬ ও লিন ৯৩ রানে অপরাজিত থাকলেন এদিন। রাজকোট স্তব্ধ হয়ে গেলেও আনন্দে উচ্ছ্বসিত মাঠে হাজির কেকেআর মালিক শাহরুখ খান।

কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে। কেকেআর-এর এই জয়ই কি ফের চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়ে গেল সমর্থকদের কাছে?

ছবি সৌজন্য বিসিসিআই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ