Advertisement
Advertisement

Breaking News

‘নারিনের কিটে তিনটি ব্যাট আবিষ্কার করেছি’

‘সংবাদ প্রতিদিন’-এ নাইট ক্যাপ্টেন গৌতম গম্ভীরের বিশেষ কলাম ‘কে কে আর ডায়েরি৷’

KKR captain Gautam Gambhir praises Sunil Narine for his batting skill
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 15, 2017 4:00 am
  • Updated:July 11, 2018 10:59 am

ইডেনে প্রথম ম্যাচেই আট উইকেটে দুরন্ত জয়। এবার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ে হার ভুলে ঘরের মাঠে প্রীতি জিন্টার পাঞ্জাবকে হারানোর পর নাইট অধিনায়ক গৌতম গম্ভীর আপাতত মজে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারিন-এ।

শুভ বাংলা নববর্ষ৷ আপনাদের সব্বাইকে৷ তবে একটা কথা মাথায় রাখবেন। উৎসব করুন, কিন্তু জিমে যেতে বা রোজদিনের হাঁটা-টা হাঁটতে ভুলবেন না৷ আমার ঠাকুরমার ডায়াবেটিস আছে৷ সেজন্য সব গুরুজনকে আমার অনুরোধ, প্লিজ আজ খুব বেশি মিষ্টি খেয়ে বসবেন না যেন৷ সত্যি বলতে, পাঞ্জাবকে হারানোর পর আমিও বেশ কয়েকটা সন্দেশ আর রসগোল্লা খেয়েছি৷ এই লেখাটা শেষ করে উঠেই জিমে ছুটব৷ এই মুহূর্তে আমাদের নায়ক সুনীল নারিনের সঙ্গে৷

Advertisement

[বোশেখের বৈঠকি আড্ডায় বাঙালির পাঁচ আইকন!]

সুনীলকে নিয়ে একটা গল্প আছে৷ ত্রিনিদাদে ওর বাড়ির রং গোলাপি৷ আমার অবশ্য ওর বাড়ি এখনও যাওয়া হয়নি৷ তবে কেকেআরের কয়েকজন সদস্য গিয়েছে৷ ওদের একটা খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি, সুনীলের শোওয়ার ঘরে সাত থেকে আট ফুট উঁচু আর যথেষ্ট চওড়া একটা ট্রফি ক্যাবিনেট আছে৷ আর ওখানে রাখা ট্রফির বেশিরভাগটাই নাকি সুনীল ওর বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের দাপটে বেশি পেয়েছে! প্রথমে ব্যাপারটা বিশ্বাস করিনি৷ কথাটা সত্যি কি না জানতে একদিন সুনীলকেই প্রশ্ন করেছিলাম৷ সাধারণত চুপচাপ স্বভাবের সুনীল প্রথমে লাফিয়ে উঠে, তারপর টি-শার্টের কলারটা একবার ঠিক করে নিয়ে, গলা খাঁকরে-টাকরে খবরটা নিশ্চিত করল আমাকে৷

Advertisement

[প্রবল গরম, তাই ট্রেন থামিয়ে স্নান করতে গেলেন চালক]

ইডেনে বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরু‌দ্ধে সুনীল আরও একটা ম্যান অব দ্য ম্যাচের ট্রফি পেল ওর অলরাউন্ড শো-র দাপটে৷ ওয়েল ডান সানি৷ ১৮ বলে ৩৭-এর পাশাপাশি বোলিংয়ে চার ওভারে ১৯ রানে এক উইকেট পাওয়ার জন্যই এই পুরস্কারটি পেল৷ তবে জিজ্ঞাসা করলে বলবে ব্যাটিংয়ের জন্যই পেয়েছি। সুনীলের ওপেন করার জন্য গোটা সাপোর্ট স্টাফের কৃতিত্ব পাওয়া উচিত৷ সুনীল যে কাজটা পারবে, ওরা বিশ্বাস করেছিল৷ ক্রিস লিনের চোটের পর আমরা এমন একজনকে ওপেনিংয়ে চাইছিলাম, যে ইনিংসের গোড়ার দিকে বোলারদের বিরু‌দ্ধে বড় শট খেলতে পারবে৷ সুনীলকে মনে হয়েছিল এই কাজের ঠিক লোক৷ কারণ বিগ ব্যাশে ও একই কাজ ভালভাবে করেছে৷ এখানে আমি আমার সতীর্থ রবীন উথাপ্পার জন্যও গর্বিত৷ নিখুঁত টিমম্যানের ভূমিকা পালনের জন্য৷ ও টিমের নিয়মিত ওপেনার৷ কিন্তু খুশির সঙ্গে প্রথমে লিন আর এখন সুনীলকে রাস্তা ছেড়ে দিয়েছে৷ উমেশ যাদবের জন্যও আমি গর্বিত৷ ম্যাচের রং পাল্টে দেওয়া একটা ওভার বৃহস্পতিবার ও করেছে৷ ভয়ঙ্কর ম্যাক্সওয়েল ও মিলারকে তুলে নিয়েছে৷ খানিকটা খারাপ ফিল্ডিং বাদে পাঞ্জাব ম্যাচটা আমাদের একেবারে পারফেক্ট গেল৷ অবশ্যই আমাদের খুব ভাল ফিল্ডিং ও ক্যাচিং প্র্যাকটিসের দরকার আছে৷ তবে ম্যাচটা শেষ করে ফিরতে পেরেছি বলে নিজের জন্য খানিকটা গর্ববোধও হচ্ছে৷ টিমটা তেতে আছে৷ এদিনটা আমাদের ট্রেনিং, ব্যাটিং, জিমে বিভক্ত হয়ে কেটেছে৷

[বলিউডের হিরোদেরও টক্কর দিতে পারে ‘চ্যাম্প’ দেবের এই লুক]

আর একটা কথা, গত কয়েক বছর আইপিএলে সুনীলের কিটে একটাই ব্যাট থাকত৷ এবছর এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আনন্দ হচ্ছে যে, এবার সুনীলের কিটে ওর ফেভারিট গোলাপি গ্রিপের তিনটে চকচকে ব্যাট আমি আবিষ্কার করেছি৷ সুনীল কি আমাকে কোনও বার্তা দেওয়ার চেষ্টা করছে?

(দীনেশ চোপড়া মিডিয়া)

[ফাঁস হয়ে গেল রণবীরের ‘পদ্মাবতী’ স্পেশ্যাল লুক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ