Advertisement
Advertisement

Breaking News

যুবি-ভুবি জুটিতে বিদায় কেকেআর-এর

কোটলার ব্যাটিং পিচে ১৭০ রান তাড়া করেও জেতার মতো পরিস্থিতি ছিল৷ হায়দরাবাদের তুরুপের তাস মুস্তাফিজুরও এদিন তেমন সফল নন৷ তবুও হিসেব মিলল না নাইটদের৷ দলের বোলাররা নিজেদের কাজটা সঠিকভাবে করলেও পুরোপুরি ব্যর্থ ফিল্ডিং ও ব্যাটিং বিভাগ৷

KKR lost to SRH by 22 runs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 12:26 am
  • Updated:September 14, 2019 3:57 pm

সানরাইজার্স হায়দরাবাদ – ১৬২/৮ (যুবরাজ ৪৪)
কলকাতা নাইট রাইডার্স – ১৪০/৮ (পাণ্ডে ৩৬)
২২ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ওভার পর্যন্ত কুসংস্কার মেনে পায়ের প্যাডটা পরেই ডাগআউটে বসেছিলেন নাইট নেতা গৌতম গম্ভীর৷ কিন্তু সতীশের উইকেটটা পড়তেই প্যাড জোড়া খুলে ফেললেন৷ কারণ তখন আর বুঝতে বাকি ছিল না যে এবারের আইপিএল সফরটা এতদূরই ছিল৷ ফিরোজশাহ কোটলার এক প্রান্তে যখন হায়দরাবাদ সমর্থকরা উচ্ছ্বাসে গলা ফাটাচ্ছেন, তখন কেকেআর-এর সুন্দরী চিয়ারলিডারদের চোখে জল৷ কিং খানের সঙ্গে সঙ্গে কলকাতাবাসীরও স্বপ্নভঙ্গ হল৷ সৌজন্যে অন্য প্রান্তের দুই ভারতীয় তারকা৷ যুবরাজ সিং ও ভুবনেশ্বর কুমার৷
গত মরশুমে তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচকরা আঙুল তুলেছিলেন৷ এদিন সেই যুবির চওড়া ব্যাটেই ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইল হায়দরাবাদ৷ একটি ছয় ও আটটি বাউন্ডারি হাঁকিয়ে ৩০ বলে ৪৪ রান করেন পাঞ্জাব দা পুত্তর৷ আর সেই সুবাদেই স্কোর বোর্ডে স্বস্তিজনক জায়গায় পৌঁছয় ওয়ার্নারের দল৷ যুবির যোগ্য সঙ্গ দেন ম্যাচের সেরা হেনরিকস (৩২). দু’টি উইকেটও নেন তিনি৷ কেকেআর বোলিংয়ের অন্যতম ভরসা কুলদীপ যাদব অবশ্য এদিন কাউকেই বড় রান করার সুযোগ দেননি৷ একাই তিনটে উইকেট তুলে নেন তিনি৷ তা সত্ত্বেও জয়টা অধরা থেকে গেল দু’বারের চ্যাম্পিয়নদের৷
কোটলার ব্যাটিং পিচে ১৭০ রান তাড়া করেও জেতার মতো পরিস্থিতি ছিল৷ হায়দরাবাদের তুরুপের তাস মুস্তাফিজুরও এদিন তেমন সফল নন৷ তবুও হিসেব মিলল না নাইটদের৷ দলের বোলাররা নিজেদের কাজটা সঠিকভাবে করলেও পুরোপুরি ব্যর্থ ফিল্ডিং ও ব্যাটিং বিভাগ৷ দলের হয়ে সর্বোচ্চ রান মণীশ পাণ্ডের৷ যে ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার প্রয়োজন ছিল, সেদিনই গোটা দলকে ম্যাড়ম্যাড়ে দেখাল৷ ভুবির পেসে কেউই ক্রিজে জমতে পারলেন না৷ ব্যাট ও নেতৃত্ব, দু’টিতেই ফেল করলেন গম্ভীর৷
এদিকে, নবম আইপিএল শুরুর প্রথম দিন থেকে সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে একটি মানুষ দলকে টেনে নিয়ে চলেছেন৷ তিনি ডেভিড ওয়ার্নার৷ এদিনের জয়টা তাই তাঁর প্রাপ্যই ছিল৷ ছেলেদের ফিল্ডিংয়ের প্রশংসা করে বললেন, “এই পারফরম্যান্সটাই পরের ম্যাচেও ধরে রাখতে হবে৷” রবিবার বেঙ্গালুরুতে মেগা ফাইনালে বিরাটদের বিপক্ষে কোন দল নামবে? হায়দরাবাদ নাকি গুজরাত? সেই প্রশ্নের উত্তর মিলবে শুক্রবার রাতে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ