দীপ দাশগুপ্ত: কাজটা হয়তো ঝুঁকির হয়ে যাচ্ছে৷ তবু লেখার শুরুতেই কথাটা বলে নিই৷ হ্যাঁ, খুব এদিক-ওদিক না হলে কালই প্লে অফে চলে যাচ্ছে কেকেআর৷
এই আরসিবি রবিবার গম্ভীরদের হারিয়ে দেবে বলে মনে হচ্ছে না৷ আর ১৬ পয়েন্টে পৌঁছে গেলে আমার মতে সেই দলের প্লে অফ নিশ্চিত৷ পয়েন্ট টেবিলে নিদেনপক্ষে চার নম্বর জায়গা পাকা৷ কেউ কেউ বলতে পারেন, কেকেআর-ও তো টানা দু’টো ম্যাচ হেরে রবিবার চিন্নাস্বামীতে নামবে৷ দু’টো হেরো টিমের লড়াইয়ে যে কেউ অন্যকে হারিয়ে দিতে পারে৷ আমি উত্তরে বলব, না পারে না৷ এখানে আপনাকে দেখতে হবে, তার মধ্যেও কোন দল কীরকম মানসিকতায় আছে? কাদের বডি ল্যাংগুয়েজ কেমন? আর সেখানে এই মুহূর্তে অনেকটা পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
[জানেন, পন্থকে কী পরামর্শ দিলেন দ্রাবিড়?]
শুক্রবার ঘরের মাঠে বিরাট কোহলিরা মাত্র ১৩৮ তাড়া করতে নেমে যেভাবে ১৯ রানে হারল, তার পিছনে ওদের টিমের নেতিয়ে থাকা বডি ল্যাংগুয়েজ সবার আগে দায়ী৷ হারতে হারতে ওরা এমন একটা অদ্ভুত মাইন্ড সেটে চলে গিয়েছে যে, যতই চেষ্টা করুক, কিছুতেই কিছু কাজে দিচ্ছে না৷ ম্যাচের শেষে বিরাট-ও ঠিক সেকথাই বলল টিভিতে৷ কিংস ইলেভেন পাঞ্জাবকে যেমন আগে ব্যাট করতে পাঠিয়ে ১৯ ওভার পর্যন্ত বেশ ভাল আটকে রাখল চাহাল-অনিকেতরা৷ কিন্তু শেষ ওভারে ১৯ রান বেরিয়ে গেল৷ তাতেও টার্গেটটা খুব বড় ছিল না আরসিবির মতো বিরাট ব্যাটিং লাইন-আপের সামনে৷ কিন্তু গেইল-কোহলি-এবি ডি’ভিলিয়ার্স মিলে যদি ১৬ রান তোলে, ওয়াটসনকে ধরলে যদি চার সুপারস্টারের মিলিত অবদান হয় ১৯, তা হলে আর হবে কী? একটা জিনিসই মনে হচ্ছে, আরসিবি নিজেদের উপর বিশ্বাসটাই হারিয়ে বসেছে৷ যেটা শেষ দু’টো ম্যাচ পরপর হারলেও চলে যায়নি কেকেআর-এর৷ ওরা তো ওই দু’টো ম্যাচ আসলে হেরেছে স্রেফ দু’জন ব্যাটসম্যানের কাছে৷ একদিন ওয়ার্নার, আরেকদিন রাহুল ত্রিপাঠীর ‘সিঙ্গল ক্যারিশমা’র কাছে৷ হ্যাঁ, খাতায়-কলমে এরকম একার ব্যাটের দাপটে বিপক্ষকে উড়িয়ে দেওয়ার মতো একজন ছেড়ে তিনজন আছে আরসিবি-র৷ তবে এক্ষেত্রেও একই কথা বলব৷ হারতে হারতে এখন আরসিবি ডাগআউটে আত্মবিশ্বাস শব্দটাই যেন উধাও!
[আমার দেখা আইপিএলের অন্যতম সেরা ইনিংস: শচীন]
কেকেআর যে পরপর দু’টো ম্যাচ হেরেছে, লড়ে হেরেছে৷ ম্যাচকে একেবারে শেষে টেনে নিয়ে যেতে পেরেছে৷ সেখানে বেঙ্গালুরু কী করল? আইপিএলের ইতিহাসে এই প্রথমবার গেইল-কোহলি-এবি– তিনমূর্তিকে আউট করার নজির গড়ল পাঞ্জাব পেসার সন্দীপ শর্মা৷ আর একটা কথা৷ কেকেআর-কে রবিবার প্লে অফে দেখলে যেমন খুশি হব, তেমনই দুঃখ পাব আরসিবি-র দশায়৷