Advertisement
Advertisement

জানেন, ফিফার বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো নিজে কাকে ভোট দিয়েছিলেন?

আন্দাজ করতে পারেন মেসি কাকে ভোট দিয়েছিলেন?

Know the player Cristiano Ronaldo voted for in FIFA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2017 7:59 am
  • Updated:October 24, 2017 8:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু…”। দর্শকদের চোখে সেই মুহূর্তে ভাসছে তিনটি নাম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার জুনিয়র। বর্তমান আর প্রাক্তন বার্সা তারকাকে মুছে দিয়ে দিয়েগো মারাদোনা ঘোষণা করলেন রিয়াল সুপারস্টারের নাম। টানা দ্বিতীয়বার ফিফার নজরে বর্ষসেরা সিআর সেভেনই। একাধিক জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিরা ভোট দিয়ে বেছে সেরার সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন রোনাল্ডোকেই। নভেম্বর থেকে জুলাইয়ের মধ্যে সেরা পারফরমারকেই বেছে নেন তাঁরা। কিন্তু জানেন কি, বর্ষসেরা হিসেবে রিয়াল স্ট্রাইকারের কাকে পছন্দ ছিল?

[টিম ইন্ডিয়ায় মুসলিম ক্রিকেটার নেই কেন? আইপিএস-এর প্রশ্নে ক্ষুব্ধ ভাজ্জি]

ফিফার বর্ষসেরার অনুষ্ঠানের পরই প্রকাশ্যে এসেছে ভোটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য। যেখানে জানা গিয়েছে, মেসি, রোনাল্ডোরা সেরার দৌড়ে কাকে এগিয়ে রেখেছিলেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রত্যেককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তিন ফুটবলারের নাম জমা দিতে হয়। পর্তুগিজ অধিনায়ক হিসেবে ভোট দিয়েছিলেন সিআর সেভেনও। তবে না, তাঁর তালিকায় মেসি বা নেইমার কারওরই নাম ছিল না। বরং রিয়াল সতীর্থ লুকা মড্রিচ, সের্জিও ব়্যামোস ও মার্সেলোকে ভোট দিয়েছিলেন তিনি। পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস অবশ্য পছন্দের শীর্ষে রেখেছিলেন শিষ্য রোনাল্ডোকেই। একইভাবে ব্রাজিল কোচ টিটে ভোট দিয়ে জেতানোর চেষ্টা করেছিলেন পেলের দেশের পোস্টারবয় নেইমারকে। আন্দাজ করতে পারেন এলএম টেন কাকে ভোট দিয়েছিলেন? প্রত্যাশিতভাবেই তাঁর তালিকাতেও ছিলেন না রোনাল্ডো। বার্সা তারকা লুইস সুয়ারেজ এবং আন্দ্রে ইনিয়েস্তাকে বেছে নিয়েছিলেন তিনি। প্রাক্তন সতীর্থ নেইমার ছিলেন মেসির তৃতীয় পছন্দ।

Advertisement

[সেমিফাইনালের টিকিটের হাহাকার, যুবভারতীতে বিক্ষোভ ফুটবলপ্রেমীদের]

চলতি বছর ৪৮টি ম্যাচে ৪৪টি গোলের পাশে লেখা রোনাল্ডোর নাম। চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপেও ফর্মের নিরিখে নেইমার-মেসিকে পিছনে ফেলে দিয়েছিলেন। আর টানা দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার পরিবার, সমর্থক, সতীর্থ এবং ক্লাব ও দেশের কোচদেরই উৎসর্গ করলেন চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দেখে নিন অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ