Advertisement
Advertisement

পুরস্কারের টাকা থেকে ৩০ লক্ষ দান সোনাজয়ী মারিয়াপ্পানের

পুরস্কারের অর্থমূল্য থেকেই তিরিশ লক্ষ টাকা সরকারি স্কুলে দান করার ঘোষণা করলেন প্যারালিম্পিকে সোনাজয়ী এই অ্যাথলিট৷

Mariyappan Thangavelu donates Rs 30 lakh from the prize money to his govt school
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 8:22 pm
  • Updated:September 12, 2016 8:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওয় তাঁর সোনার লাফে সগৌরবে উড়েছে দেশের পতাকা৷ কিন্তু দেশে তাঁর জন্য যে বিরাট উচ্ছ্বাস অপেক্ষা করে ছিল এমনটা নয়৷ কোনও বেসরকারি সংস্থা এখনও তাঁর জন্য পুরস্কার হিসেবে বিএমডব্লিউ ঘোষণা করেনি৷ তাঁর হাতে পুরস্কারের টাকা তুলে দেওয়ার হিড়িকও পড়েনি৷ বস্তুত ওলিম্পিকে সফলদের নিয়ে যে মাতামাতি দেখা গিয়েছিল, মারিয়াপ্পান থাঙ্গাভেলুর ক্ষেত্রে তা যেন অনেকটাই ম্রিয়মান৷ কিন্তু তিনি তো বরাবরই ব্যতিক্রম৷ আর তাই নিজের পুরস্কারের অর্থমূল্য থেকেই তিরিশ লক্ষ টাকা সরকারি স্কুলে দান করার ঘোষণা করলেন প্যারালিম্পিকে সোনাজয়ী এই হাই জাম্পার৷

মা সবজি বিক্রেতা৷ কায়ক্লেশে দিনযাপন৷ তিনি জানতেন ভাগ্যের চাকাটি যদি ঘোরাতে হয় তবে তাঁকে লড়তে হবে৷ মাত্র পাঁচ বছর বয়সেই দুর্ঘটনায় হারাতে হয়েছে পা৷ লড়াই শুরু হয়েছিল সেদিন থেকেই৷  রিও-য় তাঁর জাম্প শুধু একজন অ্যাথলিটেরই তো নয়, দারিদ্র-প্রতিবন্ধকতার হার্ডল পেরিয়ে সাফল্যে পৌঁছতে এক লড়াকু জীবনের উত্তরণও বটে৷ তিনি দেখিয়ে দিয়েছেন তথাকথিত সুযোগসুবিধা না পেলেও, এমনকী ভাগ্যবিড়ম্বিত হলেও কিছু যায় আসে না৷ বরং ঘাম-রক্ত ঝরিয়ে ভাগ্যের পথ নিজেকেই কীভাবে খুলে নিতে হয়৷ বীরেন্দ্র সেহবাগ খুব সঙ্গতভাবেই তাই বলেন, মারিয়াপ্পানের সাফল্য আসলে একটা জোরালো থাপ্পড়৷ দারিদ্রের কারণে যাঁরা হাতে বন্দুক তুলে নেয়, অপরাধে যোগ দেয় সেই মানসিকতার গালে সপাট চড় মারিয়াপ্পানের এই সোনার সাফল্য৷

Advertisement

ওলিম্পিকে সফলদের নিয়ে যে মাতামাতি দেখা গিয়েছিল মারিয়াপ্পানের ক্ষেত্রে তার ছিটেফোঁটাও চোখে পড়েনি৷ কিন্তু মারিয়াপ্পান দেখিয়ে দিলেন তিনি নিজে কত বড় দরের মানুষ৷ তাঁর জাম্প শুধু ওলিম্পিকে নয়, মানবিকতার ক্ষেত্রেও৷ আর তাই পুরস্কারের টাকার অঙ্ক থেকে তিরিশ লাখ টাকা তিনি তুলে দিচ্ছেন সরকারি স্কুলের উন্নতিপ্রকল্পে৷ নিজে যে সরকারি স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের কাছে এভাবেই যেন তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করলেন সোনাজয়ী অ্যাথলিট৷

Advertisement

এবার বোধহয় কৃতজ্ঞ হওয়ার পালা দেশবাসীরও৷ দেশের জন্য তিনি যে সোনা এনে দিয়েছেন সে কারণে তো বটেই, মানবিকতার যে নমুনা তিনি তুলে ধরেছেন সে জন্যও৷ অর্থের প্রয়োজন তাঁরও তো কম নেই৷ আর শৌখিনতার পাবলিসিটিও তিনি চান না৷ মারিয়াপ্পান দেখিয়ে দিলেন, শরীরে প্রতিবন্ধকতা থাকতেই পারে৷ কিন্তু মনের ঔদার্য যেন কোনও গণ্ডিতে বাধা না পড়ে৷ দেশবাসী তাঁকে নিয়ে তেমন উচ্ছ্বসিত না হতে পারে, কিন্তু তাঁর দেশের জন্য সম্মান ছিনিয়ে আনার লড়াই, দেশের উন্নতির মানসিকতা কোনও দেনা-পাওনার হিসেবে বাঁধা নেই৷ আর এখানেই মানবিকতার নিরিখে অভাবনীয় এক উচ্চতা স্পর্শ করলেন মারিয়াপ্পান, রেকর্ডের পরিসংখ্যান যা কোনওদিন ছুঁতেও পারে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ