বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিত-বিরাটদের হারের বেদনা। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ২৫। এত কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়ে একদিনের ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সেও (Mumbai Indians) তাঁর আলাদা কদর রয়েছে। তবে জীবনে এত কিছু পাওয়ার পরেও নাকি মানসিক অবসাদে ভুগছেন ঈশান কিষাণ (Ishan Kishan)! আর তাই তরুণ উইকেটকিপার-ব্যাটার চলতি দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এমনই মারাত্মক তথ্য সামনে এসেছে। এর আগে এমনই মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes) ও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। এবার সেই তালিকায় জুড়ে গেল ঈশানের নাম।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি অনুসারে, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছেন ঈশান! জাতীয় দলের সঙ্গে লাগাতার যাত্রা ও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার জন্যই নাকি ঈশান ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্তে এসেছেন। সেই সংবাদমাধ্যমের আরও দাবি, এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশান নাকি হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কথা বলেছিলেন। এমনকি জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গেও এই ইস্যু নিয়ে তাঁর বিস্তারিত কথা হয়েছিল। এর পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশান।
চলতি মাসের গত ১৭ ডিসেম্বর বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে লেখা হয়, ‘ব্যক্তিগত কারণে’ ঈশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। ভারতীয় বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়েছিল,ঈশানই বোর্ডকে আবেদন করেছিলেন তাঁকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তবে কেন ছুটি চেয়েছিলেন, সেটা উল্লেখ করা ছিল না। যদিও এবার ঈশানের সরে দাঁড়ানোর কারণ সামনে এল। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “ঈশান টিম ম্যানেজমেন্টকে ওর মানসিক অবসাদের কথা জানিয়েছিল। এবং সবার সঙ্গে আলোচনা করার পরেই আপাতত ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”
চলতি বছর ভারতের প্রতিটি সিরিজেই ঈশানের নাম ছিল। তবে তিনি কখনওই ধারাবাহিকভাবে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। বেশির ভাগ সময় রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তবে যতটা সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে করেছিলেন ৮২ রান। এমনকি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শুভমান খেলতে না পারার জন্য ঈশান সুযোগ পেয়েছিলেন। কিন্তু এর পর কাপযুদ্ধে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন ঈশান। কিন্তু তাঁকে প্রথম একাদশে না খেলিয়ে তরুণ জীতেশ শর্মাকে খেলানো হয়েছিল। টেস্ট দলেও ছিলেন তিনি। কিন্তু সিরিজ শুরুর আগেই দেশে ফিরলেন ভারতের এই ওপেনার। ঈশানের পরিবর্তে কোনা শ্রীকর ভারতকে টেস্ট স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীকর ভারতকে খেলানো হয়েছিল। পরের সিরিজেই বাদ পড়েন শ্রীকর। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশানের। দক্ষিণ আফ্রিকায় তিনিই ছিলেন প্রথম পছন্দের কিপার।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, কোনা শ্রীকর ভারত (উইকেটকিপার)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.