Advertisement
Advertisement

Breaking News

চলতি বছরই ফের হবে আইপিএল

জল্পনা বা সম্ভাবনা নয়৷ সরকারিভাবে মিনি আইপিএল-এর কথা ঘোষণা করে দিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর৷ ধরমশালায় বার্ষিক সভাতে অনুরাগ জানান, চলতি বছর সেপ্টেম্বরেই হবে আইপিএল-এর ছোট ভার্সন৷

Mini Version of IPL Could Make Debut in September: BCCI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 8:35 pm
  • Updated:June 24, 2016 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর লড়াই শেষ হয়ে গেলে অনেক ক্রিকেটভক্তেরই মনটা খারাপ হয়ে যায়৷ একইভাবে চলতে থাকা প্রায় দেড় মাসের রুটিন হট করে বদলে ফেলতে হয়৷ কারণ বিকেল বা সন্ধেতে টিভি-র পর্দায় চোখ রাখলে বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের আর একসঙ্গে দেখা যায় না৷ এবার আইপিএল-এর জন্য আর বছরভর অপেক্ষা করে থাকতে হবে না৷ একবার নয়, এবার থেকে বছরে দু’বার আইপিএল উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা৷

জল্পনা বা সম্ভাবনা নয়৷ সরকারিভাবে মিনি আইপিএল-এর কথা ঘোষণা করে দিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর৷ ধরমশালায় বার্ষিক সভাতে অনুরাগ জানান, চলতি বছর সেপ্টেম্বরেই হবে আইপিএল-এর ছোট ভার্সন৷ তবে এদেশে নয়, বিদেশের মাটিতে৷ আইপিএল খেলা আটটি ফ্র্যাঞ্চাইজিই এই টুর্নামেন্টে অংশ নেবে৷ তবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে না৷ দু’সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চিন্তা ভাবনা রয়েছে বিসিসিআই-এর৷ মিনি আইপিএল-এর প্রথম মরশুমের দিনক্ষণ এখনও পর্যন্ত জানানো হয়নি৷

Advertisement

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দুটি করে সেরা টি-টোয়েন্টি দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আসর বসত৷ কিন্তু স্পনসরের অভাবে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়৷ সেই কারণে তার বদলে একই সময়ে মিনি আইপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ