Advertisement
Advertisement

Breaking News

পতাকা উড়িয়ে ‘রান ফর রিও’ শুরু করলেন মোদি

আসন্ন ওলিম্পিকে ভারতীয়রা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা মোদির৷

Modi flags off 'Run for Rio' ahead of Rio Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 12:05 pm
  • Updated:July 31, 2016 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র পাঁচ দিন৷ তারপরই রিওয় শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ৷’ আর রবিবার সেই উপলক্ষ্যে দিল্লিতে ‘রান ফর রিও’ আয়োজিত হল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন৷ সেই সঙ্গে রিও ওলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগীদের শুভেচ্ছা জানানেল তিনি৷

মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম থেকে শুরু হয় ‘রান ফর রিও৷’ প্রায় ২০ হাজার স্কুল পড়ুয়া এই ইভেন্টে অংশ নিয়েছিল৷ আসন্ন ওলিম্পিকে ভারতীয়রা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা মোদির৷ এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, “আমি নিশ্চিত আমাদের অ্যাথলিটরা বিশ্বের মন জয় করবে৷ দুনিয়াকে ভারতের গুরুত্ব বুঝিয়ে দেবে ওরা৷ প্রত্যেক অ্যাথলিট ওলিম্পিকের জন্য প্রচুর পরিশ্রম করেছে৷”

Advertisement

ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে অ্যাথলিটদের মানিয়ে নিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বেশ কয়েকদিন আগেই তাঁদের রিও পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, গত দু’বছরে ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে দেশ৷ অ্যাথলিটদের পিছনে সরকারের খরচের খতিয়ানও দেন তিনি৷ রিওতে অ্যাথলিটরা যাতে সব ধরনের সুবিধা ভোগ করতে পারেন, তার জন্য বিশেষ ফান্ডের ব্যবস্থা করেছে ক্রীড়ামন্ত্রক৷ এমনকী সুদূর রিওতে বসেও ভারতীয় খাবারই খেতে পারবেন অ্যাথলিটরা৷ এবার অ্যাথলিট ও স্টাফদের জন্য একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে৷ মোদি জানান, প্রতিটি অ্যাথলিটের জন্য ৩০ লক্ষ থেকে দেড় কোটি টাকা খরচ করেছে সরকার৷ রিও ওলিম্পিকের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর আশা, আগামী ওলিম্পিকে প্রতিযোগীর সংখ্যা আরও বাড়বে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement