Advertisement
Advertisement

Breaking News

‘দাবা খেলা ‘হারাম’! নেটদুনিয়ায় ফের হেনস্তার শিকার কাইফ

ইসলামের নামে ফের কটাক্ষ ক্রিকেটারকে৷

Mohammad Kaif trolled on Social media for posting picture of playing Chess
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2017 3:17 pm
  • Updated:July 30, 2017 6:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ার চরিত্র বোঝা ভার৷ কখন যে কোন ঘটনায় কে সমালোচনায় বিদ্ধ হন, তা বোঝা ভার! এবার তাই ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করেও অনলাইনে হেনস্তার শিকার হলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ৷

Shatranj Ke Khilaadi #fatherson #kabirtales #instaplay

Advertisement

A post shared by Mohammad Kaif (@mohammadkaif87) on

Advertisement

নেটদুনিয়ায় কাইফের এই নিগ্রহ অবশ্য এই প্রথমবার নয়৷ এর আগে সোশ্যাল মিডিয়ায় সূর্য নমস্কারের ছবি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কাইফ৷ এরপর দাবা নিয়েও একইরকম সমস্যার মুখে পড়লেন তিনি৷ কী করেছিলেন কাইফ? ছেলে কাইফের সঙ্গে দাবা খেলার একটি ছবি তিনি পোস্ট করেছিলেন৷ ক্যাপশন দিয়েছিলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’৷ আপাতভাবে সে ছবিতে আপত্তিকর কিছুই ছিল না৷ কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই শুরু হয়ে যায় সমালোচনার বন্যা৷ আনোয়ার শেখ নামে এক ব্যক্তি বলেন লেখেন, দাবা খেলা আসলে হারাম৷ অপর এক ব্যক্তি লেখেন, ইসলামে দাবা খেলা নিষিদ্ধ৷ এভাবেই আসতে থাকে একের পর এক মন্তব্য৷ একের পর এক বিরূপ মন্তব্য দেখে শেষমেশ মেজাজ হারান কাইফ৷ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

kaif

অনলাইনে ক্রিকেটারদের নিগ্রহের শিকার হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে৷ কাইফ থেকে শুরু করে মহম্মদ শামি, কেউই এর হাত থেকে রেহাই পাননি৷ কিছুদিন আগেই ইরফান পাঠানও স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে একইরকম হেনস্তার মুখে পড়েছিলেন৷ বহু মানুষ এই প্রবণতার প্রতিবাদ করলেও, ইসলামের নামে অনলাইন হেনস্তার ঘটনা ক্রমশ বাড়ছে বই কমছে না৷ কাইফের ঘটনা যেন সে কথাই ফের প্রমাণ করল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ