Advertisement
Advertisement

Breaking News

অরাজকতার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান টুটু বোসের

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ মোহনবাগান টেন্টে। 

Mohun Bagan election will be held today
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 28, 2018 8:53 am
  • Updated:October 28, 2018 9:42 am

স্টাফ রিপোর্টার: “এবারের নির্বাচন অরাজকতার বিপক্ষে। তাই ভোটটা আমার প্যানেলের কাছে অনেক সহজ হয়ে গেল। জানতাম যাঁরা একদিন ক্লাবের ভরাডুবি দেখতে চাইছে তাঁদের বিনাশ ঘটবে অচিরেই।” টানা কথাগুলো বলে গেলেন টুটু বোস। যিনি সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। ‘বন্ধু’ অঞ্জন মিত্র নাম প্রত্যাহার করে নেওয়ায়। টুটু শিবিরের প্রত্যাশা তাঁদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। ক্যাপ্টেনের (পড়ুন টুটু বোস) মতোই তাঁদের তরীও হয়তো তীরে ভিড়ে গিয়েছে। আসলে ক্লাবের সাধারণ বার্ষিক সভায় টুটু বোসের অপদস্থ হওয়ার ঘটনা বহু সদস্যের মনে দাগ কেটে যায়। তারই প্রতিবাদের ‘নিঃশব্দ বিপ্লব’ রবিবার মোহনবাগান টেন্টে ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

[আই লিগের শুরুতেই হোঁচট, গোকুলামের কাছে আটকে গেল মোহনবাগান]

Advertisement

৮৫৮৪ ভোটার। ২১ জন প্রার্থী। অর্থাৎ এই ২১ জন আগামী তিন বছর মোহনবাগান প্রশাসনের দায়িত্বে থাকবেন। তবে নির্বাচনে ক্লাবের ১০টি পদ ও ১১ জনের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫০ জন। এঁদের কেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দে্যাপাধ্যায়ের ভাই, কেউ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা, আবার একজন হলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাগনে। এছাড়া গতবারের মতোই দুই প্রাক্তন ফুটবলার বিদেশ বোস ও সত্যজিৎ চট্টোপাধ্যায়ও মোহনবাগান ক্লাবের ভোটে দাঁড়িয়েছেন। আছেন সহ-সচিব পদে সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তের মতো হেভিওয়েট প্রার্থীরা। অঞ্জন মিত্র বন্ধুত্বের দোহাই দিয়ে সরে গিয়েছেন। এখন দেখার তাঁর মেয়ে সোহিনী মিত্র বাবার জনপ্রিয়তার জোয়ার না ভাটায় কোথায় গা ভাসান। যথারীতি অঞ্জন মিত্র মেয়েকে ভোট দেওয়ার জন্য গোপনে প্রচার চালাচ্ছেন। কিছু জায়গায় এমনও বলছেন, তাঁর প্যানেলকে ভোট না দিলেও চলবে। কিন্তু সোহিনী যেন ভোটটা পান। উলটো দিকে টুটু বোস বলে চলেছেন, “জেতালে প্যানেলকে জেতান। ব্যক্তিগতভাবে কাউকে ভোট দেবেন না। কারণ প্যানেল না জিতলে মুক্ত মনে কাজ করা সম্ভব নয়।”

Advertisement

এমনিতেই পুজোর রেশ এখনও কাটেনি। তারওপর বহু সদস্য চলে গিয়েছেন শহরের বাইরে। অনেকের প্রশ্ন, টুটু বোস যখন সচিব হয়ে গিয়েছেন তখন আবার নির্বাচন কীসের? ফলে রবিবার অনেকেই মোহনবাগান তাঁবুর দিকে পা বাড়াবেন কি না সন্দেহ। অনেকের ধারণা, বড়জোর চার-পাঁচ হাজার ভোট পড়বে। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট পর্ব। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোগণনা শেষে ফল ঘোষণা হতে পারে মাঝরাতে। 

[ মোহনবাগান ড্রেসিংরুম থেকে মোবাইল চুরির ঘটনায় মুখ খুললেন সোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ