স্টাফ রিপোর্টার: বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মোহনবাগান ফুটবলাররা। কলকাতা লিগে ম্যাচের সেরা ফুটবলারকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিচ্ছে আইএফএ। প্রতিবার তা থেকে ফান্ড তৈরি করেন শিল্টন পালরা। সেই টাকা দেওয়া হয় দুরারোগ্য অসুখে ভোগা রোগীদের। এবার ক্লাব থেকে ম্যাচের সেরাকে দেওয়া হচ্ছে আরও পাঁচ হাজার টাকা করে। ঠিক হয়েছে সেই টাকা তুলে দেওয়া হবে কেরলের বন্যাদুর্গতের সাহায্যে। এছাড়াও ফুটবলাররা নিজেরা আরও কিছু টাকা দেবেন সেই তহবিলে। এর পাশাপাশি কোচ, সাপোর্ট স্টাফ ও কর্তাদেরও তাঁরা অনুরোধ করবেন আর্থিক সাহায্যের জন্য। সোমবার শিল্টন পাল বলছিলেন, “বড় ম্যাচের ঠিক পর ক্লাবে যে ম্যাচ খেলব, সেই ম্যাচে কয়েকটা বক্স রাখা হবে। যেখানে খেলা দেখতে আসা দর্শকরাও অনুদান দিতে পারেন। সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আছে। উনি ঠিক করবেন কিভাবে তা পাঠানো হবে কেরলে।”
[রেনবোর বিরুদ্ধে কষ্টার্জিত জয়, ফের লিগ শীর্ষে ইস্টবেঙ্গল]
এর আগে ইস্টবেঙ্গল ফুটবলারদেরও দেখা গিয়েছিল কেরলে বন্যার্তদের পাশে দাঁড়াতে। খেলার ফাঁকে কেরলের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। জবি জাস্টিনদের উদ্যোগে বন্যাবিধ্বস্ত রাজ্যের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব ও তার সমর্থকরা। এবার মোহনবাগান ফুটবলাররাও সেই পথেই হাঁটছেন।
[স্পনসর নয়, ক্লাবের টাকাতেই বেতন পেলেন মোহনবাগান ফুটবলাররা]
এদিকে কলকাতা লিগের মধ্যেই আইলিগের জন্য ভাল মানের বিদেশি ফুটবলার সই করাতে তৎপর মোহনবাগান। বিদেশি নেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। তারপরে নেওয়া যাবে যাঁরা ফ্রি এজেন্ট তাদেরই। তাই আগেভাগে ভাল বিদেশি সই করিয়ে নিতে চাইছে ক্লাবগুলি। মোহনবাগানও সেপথেই হাঁটতে চাইছিল। কিন্তু কোচ শংকরলাল চক্রবর্তী কর্তাদের জানিয়ে দিয়েছেন, সই করানোর আগে বিদেশিকে পরীক্ষা দিতে হবে। যাচাই না করে নেবেন না। বর্তমানে ক্লাবের যা অর্থনৈতিক দৈন্যদশা, তাতে কোনও ফুটবলারকে উড়িয়ে এনে ট্রায়ালে দেখার সম্ভাবনা নেই। তাই সইও আটকে রয়েছে। ভাল বিদেশি পেতে প্রায় ৮-৯ জন ফুটবলারের ভিডিও ক্লিপিংস শংকরলালকে দেখিয়েছিলেন বর্তমান ক্লাব কর্তারা। দু’মিনিটের ভিডিও ক্লিপিংস দেখে তাদের সই করাতে রাজি নন বাগান কোচ। ভিডিও ক্লিপিংস দেখে সই করিয়ে অতীতে গুস্তাভোর সঙ্গে একজন অস্ট্রেলিয়ান ফুটবলার নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন কর্তারা। পরে আর্থিক গুনাগার দিয়ে তাঁদের ছাডতে হয়। কিন্তু বর্তমানে ক্লাবের অচল অবস্থায় অজানা বিদেশি আনা যদি ভুল সিদ্ধান্ত হয়, তখন মরশুম জুড়ে সমালোচনার গিলোটিনে তোলা হবে শংকরলালকে। বলে দেওয়া হবে, কোচের পছন্দেই বিদেশি ফুটবলার নেওয়া হয়েছে। মোহনবাগান কোচ তাই কর্তাদের জানিয়ে দিয়েছেন, ভিডিও ক্লিপিংস দেখে বিদেশির সিদ্ধান্ত নিতে পারবেন না। দু’দিনের জন্য হলেও ট্রায়াল দিতে হবে।