Advertisement
Advertisement

গোল্ড কাপের পুরস্কার অর্থ সিকিম ফুটবল সংস্থাকে দান মোহনবাগানের

এমন মানবিকতার ছবি মন ছুঁয়েছে ফুটবলপ্রেমীদের।

Mohunbagan management donates Sikkim Gold Cup prize money to Sikkim Football Association
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2017 2:09 pm
  • Updated:October 16, 2017 2:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ফেডারেশন কাপের ডার্বিতে মোহনবাগানের কাছে পরাস্ত হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। ডার্বি হারের হতাশায় কটক থেকে ট্রেনের সাধারণ কামরাতেই উঠে পড়েছিলেন মেহতাব হোসেনরা। আর সেই সময় তাঁদের বসার জায়গা করে দিয়েছিলেন বাগান সমর্থকরা। এমন মানবিকতার ছবি মন ছুঁয়ে গিয়েছিল ফুটবলপ্রেমীদের। এবার ভক্তদের মন জয় করলেন মোহনবাগান কর্মকর্তা ও ফুটবলাররা। কীভাবে? রবিবার সিকিম গোল্ড কাপ জেতে বাগান। আর জয়ী দলের পুরস্কার অর্থ তুলে দেওয়া হল সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে।

এই পাকিস্তানি ক্রিকেটারকেই ভয় পান ভারত অধিনায়ক বিরাট! ]

Advertisement

অল্পের জন্য কলকাতা লিগ হাতছাড়া হওয়ার পর মন খারাপ হয়ে গিয়েছিল মোহনবাগান সমর্থকদের। তবে দিওয়ালির আগে তাঁদের মুখে হাসি ফুটিয়েছেন ক্রোমা। তাঁর গোলেই কাস্টমসকে হারিয়ে দশম সিকিম গভর্নর্স গোল্ড কাপ জিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আর ট্রফি জয়ের পর যেভাবে মাঠে ফুটে উঠল ফুটবলার এবং কর্মকর্তাদের মানবিক রূপ, তাতে মুগ্ধ পাহাড়ও। গ্যাংটকে অনুষ্ঠিত ৩৭ তম সিকিম গোল্ড কাপে চ্যাম্পিয়নদের পুরস্কার অর্থ ছিল পাঁচ লক্ষ টাকা। সেই অর্থ ক্লাব ও ফুটবলাররা না নিয়ে তুলে দিলেন সিকিম ফুটবল সংস্থার হাতে। সিকিমে ফুটবলের উন্নতির জন্যই এমন উদ্যোগ বলে জানান বাগান কর্তারা। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তে দারুণ খুশি সদস্য-সমর্থকরা। শতাব্দী প্রাচীন ক্লাব যে শুধু ট্রফি পেয়েই খুশি, তা যেন এভাবেই বুঝিয়ে দেওয়া গেল। সোমবারই শহরে পা রেখেছে ক্রোমা, কিংশুকরা। এবার শুরু হয়ে যাবে আই লিগের প্রস্তুতি। সব ঠিকঠাক থাকলে আগামী দশ দিনের মধ্যেই দলে যোগ দেবেন হাইতিয়ান স্ট্রাইকার সোনি নর্ডিও।

Advertisement

[ফের জুনিয়রের ছায়া, সতীর্থের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের]

এদিকে, চলতি যুব বিশ্বকাপের মধ্যে ফিফার স্থানীয় আয়োজক কমিটির (LOC) তরফে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। সোমবার বিশ্ব খাদ্য দিবসে দিল্লির ফিডিং ফাউন্ডেশন হোমের ৭০টি শিশু কন্যার হাতে খাবার তুলে দেওয়া হল। LOC-র প্রতিনিধিরা যুব বিশ্বকাপের ম্যাসকট খেলেওকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেই হোমে। তারপর সেই দুঃস্থ ঘরহারা মেয়েদের হাতে খাবার তুলে দেয় খেলেও। সঙ্গে দেওয়া হয় ফুটবলও। এর পাশাপাশি অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সঙ্গে যুক্ত ভলান্টিয়াররা আয়োজক ছটি শহরের বিভিন্ন হোমে খাবার পৌঁছে দিয়েছেন। ফিফার এমন উদ্যোগের প্রশংসা করেছে দেশের ফুটবল মহল।

[মাঠে বাবার জন্য জলের বোতল হাতে ছোট্ট জিভা, ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ