Advertisement
Advertisement

এবার কোহলির নেতৃত্বে খেলবেন ধোনি!

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্টে বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছে আকাশ চোপড়ার।

MS Dhoni can surely play under Virat Kohli's captaincy, says Akash Chopra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2016 7:10 pm
  • Updated:December 21, 2016 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির নেতৃত্বে ওয়ানডে ম্যাচে গ্লাভস হাতে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি! এমনটা কি সম্ভব? যে অধিনায়কের হাত ধরে ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে ভারত, সেই নেতা কি না খেলবেন ক্যাপ্টেন কোহলির দলে! প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া কিন্তু এই কল্পনা বাস্তব না হওয়ার কোনও কারণ দেখছেন না।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্টে বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছে আকাশ চোপড়ার। আর তাই তিনি মনে করছেন টেস্টের মতোই বাকি ফরম্যাটেও টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ দায়িত্ব নিশ্চিন্তে কোহলির কাঁধে তুলে দেওয়া যেতেই পারে। তিনি বলছেন, ১৭টি টেস্টে অপরাজিত বিরাটের দল। চলতি টেস্টে দলকে যেভাবে তিনি পরিচালনা করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই নির্বাচকরা চাইলে ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতার আসনে বিরাটকে বসাতেই পারেন। প্রাক্তন ভারতীয় বোলারের মতে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নির্বাচকদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নেতা কোহলিকে অন্তত বছর দুয়েক সময় দেওয়া উচিত বলে মনে করছেন আকাশ।

Advertisement

আইপিএল থেকে বিশ্বকাপ, ক্যাপ্টেন কুলের ঝুলিতে সব রেকর্ডই রয়েছে। তা সত্ত্বেও বর্তমান পারফরম্যান্সের নিরিখে পরোক্ষভাবে যেন নেতা বিরাটকেই এগিয়ে রাখলেন চোপড়া। তবে কি তিনি বলতে চাইলেন, ভারতীয় দলে অধিনায়ক ধোনির জমানা হওয়ার সময় এসে গিয়েছে? আকাশ চোপড়ার মতামত মাহির কানে পৌঁছল কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ