Advertisement
Advertisement

Breaking News

অধিনায়কত্ব গেল ধোনির, পুণের নয়া নেতা স্টিভ স্মিথ!

এবার আইপিএল নিলামের ঠিক আগের দিন এমন খবর অবাক করছে ক্রিকেটমহলকে।

MS Dhoni sacked as Pune Supergiants captain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 19, 2017 9:07 am
  • Updated:February 19, 2017 9:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। বাকি ছিল আইপিএল। শনিবার পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা জানতেন, আসন্ন আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনিই। কিন্তু রবিবার শোনা গেল অন্য খবর। অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল ক্যাপ্টেন কুলকে।

(এবার অ্যাঞ্জেলিনার সঙ্গে টিভি সিরিজে রোনাল্ডো)

সূত্রের খবর, ধোনিকে সরিয়ে স্টিভ স্মিথকে নেতার আসনে বসানো হচ্ছে। অজি অধিনায়ক তথা বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্মিথের উপরই ভরসা রাখছে দল। ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, দলে তাঁরা আরও যুব নেতা চান। সেই কারণেই ধোনিকে সরিয়ে স্মিথের কথা ভাবা হয়েছে। তিনি বলেন, ” গত মরশুম থেকেই অধিনায়ক বদলের কথা ভাবছিলাম। পরে ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে আলোচনা করি। দলে অনেক যুব ক্রিকেটার রয়েছেন। আমার মনে হয়, একজন যুব নেতাই দলকে বেশি ভাল পরিচালনা করতে পারবে।”

Advertisement

(ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষায় সাফল্য পেল ইসরো)

চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দু’বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তুলেছিলেন নেতা ধোনি। তারপর গড়াপেটা কাণ্ডে আইপিএল থেকে ছিটকে যায় চেন্নাই সুপারকিংস ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই ও রাজস্থানের পরিবর্তে গত মরশুমে এন্ট্রি হয়েছিল পুণে ও গুজরাটের ফ্রাঞ্চাইজির। যার মধ্যে ধোনিকে নেতা হিসেবে বেছে নেয় পুণে। গতবার ক্যাপ্টেন কুলের নেতৃত্বে লিগ তালিকার সাত নম্বরে টু্র্নামেন্ট শেষ করেছিল দল। কিন্তু এবার ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়ার ঠিক আগের দিন ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্তে অবাক করছে ক্রিকেটমহলকে। ধোনির সময় কি তবে ফুরিয়ে আসছে? এমনই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বাইশ গজের আনাচে-কানাচে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ