Advertisement
Advertisement

Breaking News

নরসিংহ নির্দোষ, খুলল রিও ওলিম্পিকের দরজা

তাঁর পানীয়ে কেউ মাদক মিশিয়েছিল বলেই জানায় নাডা৷

NADA gives clean chit to wrestler NarsinghYadav to participate in Rio Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2016 6:15 pm
  • Updated:July 11, 2018 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চক্রান্তের শিকার হয়েছিলেন ভারতীয় কুস্তিগির নরসিংহ যাদব৷ সোমবার তাঁকে ক্লিনচিট দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা৷ ফলে রিও ওলিম্পিকে যোগদানের পথে আর কোনও বাধা থাকল না তারকা রেসলারের৷

ডোপ টেস্টে ধরা পড়ে রিও ওলিম্পিকের দরজা  কার্যত বন্ধ হয়ে গিয়েছিল নরসিংহ যাদবের সামনে৷ মাদকের নমুনা রক্তে মেলায় তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে নাডা৷ কিন্তু কোনও মাদক নেননি বলেই বরাবরই দাবি করে এসেছেন নরসিংহ৷ এমনকী তাঁর বিরুদ্ধে চক্রান্তেরও অভিযোগ আনেন তিনি৷ নরসিংহের এক সতীর্থও একই রকম ভাবে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন৷ ওলিম্পিকে যোগ না দেওয়া সত্ত্বেও তাঁর রক্তে মেলে নিষিদ্ধ মাদক৷ এরপরই নরসিংহদের বিরুদ্ধে চক্রান্তের প্রশ্ন বড় হয়ে দেখা দেয়৷ পুরো বিষটি খতিয়ে দেখে নাডা৷ বেশ কয়েকদিন অস্বস্তিতেই ছিল ভারতীয় ক্রীড়ামহল৷ অবশেষে আজকের রায়৷ তাতে স্বস্তি নরসিংহ-সহ ভারতীয় ক্রীড়ামহলের৷ জানিয়ে দেওয়া হল, চক্রান্তের শিকারই হয়েছিলেন ভারতের এই তারকা কুস্তিগীর৷ তাঁর পানীয়ে কেউ মাদক মিশিয়েছিল বলেই জানায় নাডা৷ এরফলে তাঁর উপর কোনও শাস্তি আরোপ করা হচ্ছে না,  রিও যাওয়ার ক্ষেত্রেও ক্লিন চিট দিচ্ছে নাডা৷ পুনরায় ডোপ টেস্টে সফল হলেই রিও ওলিম্পিকে যোগ দিতে পারবেন এই কুস্তিগির৷

Advertisement

নাডার  এই সিদ্ধান্ত জানানোর পরই সাংবাদিকদের মুখোমুখি হন নরসিংহ৷ এই লড়াইয়ে দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি৷ সুবিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ বলে জানিয়েছেন তিনি৷

Advertisement

এই রায়ের ফলে রিও ওলিম্পিকে যোগ দেওয়ার পথে আর কোনও কাঁটা থাকল না নরসিংহের৷ স্বভাবতই এ খবরে খুশির হাওয়া ভারতীয় ক্রীড়ামহলে৷ নরসিংহ থাকায় রিওতে ভারতের পদকজয়ের আশা যে অনেকটাই বাড়ল তা বলাই বাহুল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ