Advertisement
Advertisement

Breaking News

বান্ধবীকে হত্যা মামলায় শাস্তি দ্বিগুণ হল ব্লেড রানার পিস্টোরিয়াসের

পিস্টোরিয়াসের কেরিয়ার যে শেষ হয়ে গেল, তা বলাইবাহুল্য৷

Oscar Pistorius's jail term extended to 13 years in Riva murder case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2017 10:33 am
  • Updated:November 24, 2017 10:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার ঘটনায় শাস্তির মেয়াদ আরও বাড়ল প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াসের৷ ব্লুমফনটেনের সুপ্রিম কোর্ট সোমবার ১৩ বছরের সাজা ঘোষণা করল৷

জল যে দিকে গড়াচ্ছিল তাতে অনেকেই ধারণা করেছিলেন রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে হয়তো ১৫ বছরের কারাদণ্ডই হতে চলেছে পিস্টোরিয়াসের৷ তবে তেমনটা হয়নি৷ পরিবেশ, পরিস্থিতি, অভিযুক্তর অনুশোচনা ও সংশোধনের মনোভাবকে মাথায় রেখে ছ’বছরের কারাবাসের সাজা ঘোষণা করেছিল প্রিটোরিয়ার নিম্ন আদালত৷ কিন্তু মামলা শীর্ষ আদালতে (সুপ্রিম কোর্ট অফ অ্যাপিল বা এসসিএ) পৌঁছনোয় নিস্তার পেলেন না প্রোটিয়া অ্যাথলিট৷ বিচারক লেগোয়াবে উইলি সেরিটি শুক্রবার জানালেন, রিভা স্টিনক্যাম্প হত্যা মামলায় পিস্টোরিয়াসের শাস্তি বেড়ে ১৫ বছরই হল৷ তিনি ইতিমধ্যেই যে সময়টা জেল হেফাজতে কাটিয়ে ফেলেছেন, তা বাদ দিলে হিসেব মতো ১৩ বছর পাঁচ মাসের সাজা বাকি রইল তাঁর৷ এদিন অবশ্য আদালতে হাজির ছিলেন না পিস্টোরিয়াস৷

Advertisement

[নাইট ক্লাবে মহিলাকে যৌন নিগ্রহ, ৯ বছরের জেল ফুটবলার রবিনহোর]

২০১৩ সালের ভ্যালেনটাইন্স ডে-তে বান্ধবী রিভার উপর চার রাউন্ড গুলি চালিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার৷ সেই অপরাধের শাস্তি হিসেবে আগে পাঁচ বছরের জেল হাজতের সাজা হয়েছিল তাঁর৷ সেই পাঁচ বছরের মধ্যে ১০ মাস জেলে কাটাতে হয়েছিল তাঁকে৷ বাকি সময়টা প্যারোলে মুক্ত ছিলেন৷ তবে এই শাস্তির মেয়াদ বাড়তে ফের এসসিএ-তে আবেদন জানানো হয়েছিল ২০১৬ সালে৷ যার রায় ঘোষণা হল এদিন৷

Advertisement

উল্লেখ্য, রিভাকে হত্যা করার দোষ স্বীকার করে নিলেও প্যারালিম্পিকে ৬ বার সোনাজয়ী অ্যাথলিট অস্কার বারবার দাবি করেছিলেন, তিনি তাঁর বান্ধবীকে ইচ্ছা করে খুন করেননি৷ তিনি ভেবেছিলেন তাঁর বাড়িতে বাইরের কেউ ঢুকে পড়েছে৷ নিজের প্রাণ বাঁচাতে ভুলবশত অন্ধকারে রিভার উপর গুলি চালিয়ে দেন তিনি৷ যদিও পরে অস্কারের বিরুদ্ধে খুনের অভিযোগই ওঠে৷ আর সেই শাস্তিই ভোগ করে চলেছেন তিনি৷ অর্থাৎ পিস্টোরিয়াসের কেরিয়ার যে শেষ হয়ে গেল, তা বলাইবাহুল্য৷

[ঠাসা ক্রীড়াসূচি, বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে সরব ক্যাপ্টেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ