Advertisement
Advertisement
Mamata Banerjee

‘ব্রিজভূষণের গ্রেপ্তার হওয়া উচিত’, হুঙ্কার মমতার, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে তৃণমূল

দুই কুস্তিগিরকে চাকরি দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মমতা।

Brij Bhushan Saran Singh should be arrested, says CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 1, 2023 5:43 pm
  • Updated:June 1, 2023 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়াদের (Bajrang Punia) পাশে দাঁড়িয়ে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলে দিলেন, যতদিন না পর্যন্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার না করা হচ্ছে, ততদিন প্রতিবাদ আন্দোলন চলবে।

বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন খেলার দুনিয়ার তারকারাও। সেখান থেকেই বিজেপিকে একহাত নেন মমতা। বলে দেন, কুস্তিগিরদের উপর অত্যাচার করা হচ্ছে। পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে। দিল্লিতে নন্দলাল সরকার চলছে। কেন তারা এখন চুপ করে আছে? এরপরই ব্রিজভূষণের গ্রেপ্তারি নিয়ে সরব হন তিনি। বলেন, “কুস্তিগিরদের ধমকানো, চমকানো হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি। গতকাল আমাদের মিছিল চলাকালীন শুনলাম ব্রিজভূষণ পদত্যাগ করেছে। পরে আবার শুনলাম করেনি। কিন্তু শুধু পদত্যাগ করলেই হবে না। ওর গ্রেপ্তার হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলার পরও হয়নি। তাই যতদিন না ব্রিজভূষণকে গ্রেপ্তার করা হচ্ছে, ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে।”

Advertisement

[আরও পড়ুন: ডিম আমিষ না নিরামিষ? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডিম খাওয়া দেখে প্রশ্ন বিজেপির অন্দরে!]

এরপরই গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিল করে গান্ধীমূর্তির পাদদেশের দিকে মোমবাতি মিছিল শুরু হয় তৃণমূলের। সামনের সারিতে ক্রীড়াবিদদের রেখে সাক্ষী-ভিনেশদের জন্য এগিয়ে যান খোদ মুখ্যমন্ত্রীও। আগামী দিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও হুঙ্কার দেন তিনি। 

পাশাপাশি এদিন আরও একটি বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠপালের পাদদেশে যে প্রতিবাদ মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে দুই কুস্তিগির কুস্তি প্রদর্শন করছিলেন। তাঁদের জন্য চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমরা সর্বস্তরে খেলোয়াড়দের পাশে আছি। বিজেপি সরকার সমস্ত ক্রীড়া সংস্থার মাথায় রাজনৈতিক নেতাদের বসিয়ে দিচ্ছে। ক্রীড়ামন্ত্রী থাকাকালীন আমি বলেছিলাম, এমনটা করা যাবে না। এখনও এর প্রতিবাদ করছি।”

[আরও পড়ুন: জোড়া ধাক্কা মণ্ডল পরিবারে, খারিজ সুকন্যার জামিনের আবেদন, পিছিয়ে গেল অনুব্রতর আরজিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement