Advertisement
Advertisement

Breaking News

Varun Kumar

ধর্ষণে অভিযুক্ত ‘অর্জুন’ হকি তারকা, পকসো আইনে মামলা হকি তারকার বিরুদ্ধে

কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ভারতীয় হকি দলের সদস্য বরুণ বর্তমানে পাঞ্জাব পুলিশে ডিএসপি হিসাবে কর্মরত।

Case Against Hockey Star Varun Kumar For Allegedly Raping Minor | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 7, 2024 9:11 am
  • Updated:February 7, 2024 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় হকি দলের তারকার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রীড়ামহল। অভিযোগের কেন্দ্রে বরুণ কুমার (Varun Kumar)। বছর তিনেক আগে অর্জুন পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।

ঘটনাটি অবশ্য কয়েক বছর আগের। বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগকারিনীর দাবি, ২০১৮ সালে ইনস্টাগ্রামের সূত্রে বরুণের সঙ্গে তাঁর পরিচয়। সেসময় বেঙ্গালুরুর সাইতে জাতীয় শিবিরে ছিলেন বরুণ। সম্পর্কে জড়ানোর পর ২০১৯ সালের জুলাইয়ে বেঙ্গালুরুর জয়ানগর এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে বরুণ তাঁর সঙ্গে সহবাস করেন। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। তিনি নাবালিকা জানা সত্ত্বেও বরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন। যদিও বিয়ের প্রসঙ্গ বারবার এড়িয়ে গিয়েছেন এই হকি তারকা।

Advertisement

[আরও পড়ুন: সবাই ছাড়া পেয়ে যাবে! প্রাথমিক মামলায় ইডির তদন্তে ‘হতাশ’ বিচারপতি সিনহা]

সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই গতবছর অভিযোগকারিনীর বাবার মৃত্যুর পর বরুণ তাঁর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। এমনকী তাঁর আপত্তিকর ছবি ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বরুণ। এরপরই সোমবার বেঙ্গালুরু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে হকি তারকার বিরুদ্ধে পকসো আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৪২০ নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement

হিমাচল প্রদেশ থেকে উঠে আসা বরুণের ২০১৭ সালে দেশের জার্সিতে অভিষেক হয়। ২০২১ সালে টোকিও অলিম্পিকের দলে স্ট্যান্ড-বাই হিসাবে ছিলেন তিনি। ’২২ কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ভারতীয় হকি দলের সদস্য বরুণ বর্তমানে পাঞ্জাব পুলিশে ডিএসপি হিসাবে কর্মরত। এফআইএইচ প্রো লিগের ম্যাচ খেলার জন্য আপাতত ভুবনেশ্বরে জাতীয় শিবিরে আছেন তিনি। অভিযোগের পর তাঁর নিখোঁজ হওয়ার জল্পনা উড়িয়ে হকি ইন্ডিয়ার এক কর্তা জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গেই রয়েছেন বরুণ। ১০ ফেব্রুয়ারি লিগের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ স্পেন। সেই ম্যাচের আগে এমন অভিযোগে বেকায়দায় বরুণ।

[আরও পড়ুন: শচীন-উদয়ের হাত ধরে সাফল্য, প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের জুনিয়ররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ