Advertisement
Advertisement
Vinesh Phogat

যৌন হেনস্তার অভিযোগ তুলে নিতে হুমকি কুস্তিগিরদের, বিস্ফোরক ভিনেশ ফোগাট

অভিযোগকারিণীদের কোনও ক্ষতি হলে সেই দায় দিল্লি পুলিশ ও কেন্দ্রকেই নিতে হবে। দাবি ভিনেশের।

Female wrestlers got threats to withdraw complaint, alleges Vinesh Phogat | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2023 12:21 pm
  • Updated:April 30, 2023 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার অভিযোগ অবিলম্বে তুলে নিতে হবে। জাতীয় কুস্তি ফেডারেশনের কর্তাদের হুমকির মুখে পড়ছেন মহিলা কুস্তিগিররা। এমনই বিস্ফোরক দাবি করলেন ভিনেশ ফোগাট।

জাতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল ক্রীড়ামহল। রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন পদকজয়ী কুস্তিগিররা। ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। এরই মধ্যে মঙ্গলবার অলিম্পিয়ান ভিনেশ ফোগাট দাবি করলেন, যে সাত মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাঁদেরই নয়, তাঁদের পরিবারকেও ভয় দেখানো হচ্ছে। অভিযোগ তুলে নিতেও জোর করা হচ্ছে। কুস্তিগিরদের ঐক্য ভাঙার চেষ্টা করতেন ফেডারেশন কর্তাদের একাংশ। দাবি ভিনেশের।

Advertisement

[আরও পড়ুন: কালিয়াগঞ্জে তক্তার নিচে লুকিয়ে পুলিশ, টেনে বের করে বেধড়ক মারল উন্মত্ত জনতা, ভাইরাল ভিডিও]

ভিনেশ (Vinesh Phogat) বলে দেন, “ওদের পরিবারের লোকেদের হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো ভয়ে দিন কাটছে তাঁদের। পুলিশের উচিত দ্রুত FIR নেওয়া এবং এই অসহায়দের পাশে দাঁড়ানো। অভিযোগকারিণীদের কোনও ক্ষতি হলে সেই দায় দিল্লি পুলিশ ও কেন্দ্রকেই নিতে হবে।” গোটা বিষয়টিতে ক্রীড়ামন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় তিন মাস ধরে প্রতিবাদ জানাচ্ছেন কুস্তিগিররা। তা সত্ত্বেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ক্রীড়ামন্ত্রক।

Advertisement

এদিকে, যৌন হেনস্তার তদন্ত খতিয়ে দেখে যে ওভারসাইট কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, এবার তাতেও কার্যত ‘গলদে’র অভিযোগ তুলে দিলেন প্রাক্তন কুস্তিগির ববিতা ফোগাট। তিনি নিজেও এই কমিটিতে রয়েছেন। তাঁর দাবি, ব্রিজভূষণকে নিয়ে তৈরি রিপোর্টটি সম্পূর্ণ পড়তে দেওয়া হয়নি তাঁকে। তার আগেই তা তাঁর হাত থেকে ছিনিয়ে নেন কমিটির সদস্যা রাধিকা শ্রীমান। সব মিলিয়ে যৌন হেনস্তা ইস্যুতে জটিলতা ক্রমে বেড়েই চলেছে।

[আরও পড়ুন: ১ কেজি গাঁজা পাচারের অপরাধে ভারতীয় বংশোদ্ভূত যুবককে ফাঁসি সিঙ্গাপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ