Advertisement
Advertisement

Breaking News

Hangzhou Asian Games 2023

Hangzhou Asian Games 2023: ৬১-১৪! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কবাডিতে হেলায় উড়িয়ে সোনার লক্ষ্যে ভারত

ফের সোনা জয়ের লক্ষ্যে ভারত।

Hangzhou Asian Games 2023: India beats arch rivals Pakistan by 61-14, to enter men’s kabaddi final। Sangbad Pratidin

দাপটের সঙ্গে পাকিস্তানকে হারাল ভারত। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 6, 2023 2:29 pm
  • Updated:October 6, 2023 2:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Hangzhou Asian Games 2023) হকিতে হারানোর পর, এবার কবাডিতেও (Kabaddi) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) একেবারে উড়িয়ে দিল ভারত (India)। সেমিফাইনালে পাক দলকে ৬১-১৪ ব্যবধানে হারানোর সুবাদে ফাইনালে চলে গেল পবন শেরাওয়াতের দল। শনিবার অর্থাৎ ৭ অক্টোবর মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও ইরানের মধ্যে জয়ী দল। ফাইনালেও এমন দাপট দেখাতে পারলে আরও একটি সোনা ভারতের ঝুলিতে আসবে।

ভারতের উচ্চমানের কবাডির আক্রমণ, রক্ষণ, টেকনিকের সামনে পাকিস্তান দলকে রীতিমত অপেশাদার দেখাল। খেলা যত এগিয়েছে, ততই এই সেমিফাইনাল ম্যাচটা ডেভিড বনাম গোলিয়াথ দেখিয়েছে। খেলার শেষের দিকে পাকিস্তানের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল, ম্যাচ শেষ হলে তাঁরা বেঁচে যান! শেষ অবধি একেবারে বড় ব্যবধানে জিতে অষ্টমবার এশিয়ান গেমসে পুরুষদের কবাডির ফাইনালে উঠল ভারত। ১৯৯০ বেজিং এশিয়াড থেকে পুরুষদের কবাডির খেলা হচ্ছে। টানা সাতটা এশিয়াডে কবাড়িতে সোনা জেতার পর ২০১৮ এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে সেমিফাইনালে অপ্রত্য়াশিতভাবে হেরে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

Advertisement

[আরও পড়ুন: প্রথম দর্শনেই বাজিমাত, শতরান করে কী বললেন ম্যাচের সেরা রচিন রবীন্দ্র?]

২০১৮ সাল পর্যন্ত এশিয়ান গেমসের আটটি সংস্করণে কবাডি ছিল। আটবারই পদক জিতেছিল ভারত এবং পাকিস্তান। এর মধ্যে সাতবার সোনা এবং একবার ব্রোঞ্জ জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সেখানে দু’টি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তান। ২০১৮ সালের আগে পর্যন্ত প্রতিটি এশিয়ান গেমসে কবাডিতে সোনা জিতেছিল ভারত। ২০১৮ সালে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর আগে ভারতকে হারিয়ে সোনা জিতেছিল ইরান।

Advertisement

পুরুষদের কবাডিতে বরাবরই দাপট দেখিয়েছে ভারত। সেই ফর্ম এবারও বজায় ছিল। এই নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে সপ্তমবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। গত ছ’বারই ভারত জিতেছিল। এবারও আগাগোড়া দাপট বজায় রেখে জয় পেল ভারত। শুরুতে ০-৪ পয়েন্টে পিছিয়ে যাওয়ার পর ঝড় তোলেন নবীন কুমার। ব্যস! সেখানেই পাকিস্তানের অন্ধকার নেমে আসে। এরপর আর পাক দল ম্যাচে ফিরতে পারেনি। ফলে ৬১-১৪ ব্যবধানে পাক দলকে হেলায় হারিয়ে আরও একবার সোনা জয়ের খোঁজে ভারতীয় দল।

[আরও পড়ুন: ‘বিরিয়ানি কেমন ছিল?’, প্রশ্ন শুনেই শাস্ত্রীর দিকে ‘বুলেট’ চালিয়ে দিলেন বাবর আজম! দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ