Advertisement
Advertisement

Breaking News

রূদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে হার, বিশ্ব হকি লিগে বিপাকে ভারত

কাজে এল না নয়া কোচ সুর্ড মারিনের স্ট্র্যাটেজি।

India battle hard but come out second best against England in Men's HWL2017 Final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2017 3:21 pm
  • Updated:September 21, 2019 2:01 pm

ইংল্যান্ড- ৩ (স্যাম ওয়ার্ড ২, ডেভিড গুডফিল্ড)

ভারত- আকাশদীপ সিং, রুপিন্দর পাল সিং

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আটকে গেলেও ড্র করে মানরক্ষা হয়েছিল। কিন্তু শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বের ৭ নম্বর ইংল্যান্ডের কাছে হারটা যেন হজম করতে পারলেন না আকাশদীপ-রুপিন্দররা। রূদ্ধশ্বাস লড়াই যেন মাঠে মারা গেল। বিশ্ব হকি লিগের (ফাইনাল) টানটান ম্যাচ ৩-২ গোলে জিতে নিল ব্রিটিশরা। কাজে এল না নয়া কোচ সুর্ড মারিনের স্ট্র্যাটেজি। মাথা নিচু করেই মাঠ ছাড়তে হল ভারতীয় খেলোয়াড়দের। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন স্যাম ওয়ার্ড এবং একটি গোল ডেভিড গুডফিল্ডের। ভারতের হয়ে গোলদুটি করেন আকাশদীপ সিং এবং রুপিন্দর পাল সিং। তৃতীয় কোয়ার্টারে ভারতের দুটি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। হেরে গিয়ে আরও বিপাকে ভারত। পুল বি-তে সবার নিচে চলে গেল তারা। শীর্ষে জার্মানি।

Advertisement

ঘরের মাঠে নতুন কোচের স্ট্র্যাটেজিতে ভারতীয় হকি দলের চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হওয়া। ২০১৫ সালে এই টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ পদক। সেই পদকের রং সোনালি করতে মরিয়া দল। সেই সঙ্গে এই টুর্নামেন্টের লক্ষ্য আগামী বছর পরপর বড় টুর্নামেন্টের আগে দলের শক্তি পরীক্ষা করে নেওয়া। কোচের দায়িত্ব নেওয়া সুর্ড মারিনে ১০ বছর পর এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এদিন প্রত্যাশা পূরণে ব্যর্থ তাঁর ছাত্ররা। বিশ্বের সাত নম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে হাসতে হাসতেই জয়ের আশা করেছিলেন মাঠে উপস্থিত কয়েক হাজার সমর্থক। কিন্তু বিশ্বের ৬ নম্বর ভারত এদিন রক্ষণভাগে পুরোপুরি ব্যর্থ। পরিণাম যা হওয়ার তাই হয়েছে। তৃতীয় কোয়ার্টারে একসময় ২-২ করে সমতায় ফিরেছিল ভারত। কিন্তু রক্ষণের দোষে ডুবল সুরজ কারকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ