Advertisement
Advertisement

হকিতেও পাকিস্তানকে হারিয়ে যোগ্য জবাব ভারতের

পাকিস্তানকে পরাজিত করে সাত পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে ভারত৷

India wins against Pakistan in Asian Champions Trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 6:37 pm
  • Updated:January 10, 2020 7:18 pm

ভারত- ৩ ( সুরিন্দর, রুপিন্দর, রমনদীপ)

পাকিস্তান- ২ (রিজওয়ান, ইরফান)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ৷ রবিবার সেই প্রতিশ্রুতিই পূরণ করল ভারতীয় হকি দল৷ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া৷ ৩-২ গোলে পাকিস্তানকে হকির মাঠে পরাস্ত করল ভারত৷

Advertisement

রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান৷ চির প্রতিদ্বন্দ্বী দুই দলের এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে৷ সেই ম্যাচেই ১ গোলের ব্যবধানে পাকিস্তানকে পরাজয় স্বীকার করতে হল৷ প্রথমার্ধেই দ্বিতীয় কোয়ার্টারে সুরিন্দরের দুর্ধর্ষ গোলে এগিয়ে যায় ভারত৷ এরপর প্রথমার্ধে দুই দলের থেকে আর কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতীয় রক্ষণ ভেদ করে পাকিস্তান জালে বল জড়িয়ে ফেলে৷ পাকিস্তানের হয়ে গোল করেন মহম্মদ রিজওয়ান৷ সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের তৃতীয় কোয়ার্টারের ৫ মিনিট বাকি থাকতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় গোলটি করে ফেলেন মহম্মদ ইরফান৷

২টি গোল করে পাকিস্তান এগিয়ে যাওয়ায় খানিক অস্বস্তিতে পড়ে ভারতীয়রা কিন্তু সেই সময়ই পেনাল্টির সুবর্ণ সুযোগ পেয়ে যায় ভারত৷ এমন সুযোগ হাতছাড়া করেননি পেনাল্টি কর্নার স্পেশালিস্ট রুপিন্দর পাল সিং৷ ভারতের হয়ে দ্বিতীয় গোল করে ম্যাচে উত্তেজনার পারদ আরও খানিকটা বাড়িয়ে দেন৷ স্কোরবোর্ড ২-২ থেকে ৩-২ হওয়ার মধ্যে সময়ের ব্যবধান মাত্র ১ মিনিট৷ রমনদীপের শটে ভারত এগিয়ে যায়৷ নির্ধারিত সময়ের খেলার শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বদল আসেনি৷ পাকিস্তানকে পরাজিত করে সাত পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে ভারত৷

আগামী ২৫ অক্টোবর পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ