Advertisement
Advertisement
Manu Bhaker

সিন্ধুকে ‘বাঁচাতে’ নেটিজেনদের সঙ্গে প্রকাশ্যে লড়াই, ভুয়ো প্রোফাইল বানিয়েছিলেন মনু

স্বীকারোক্তি মনু ভাকেরের।

Manu Bhaker reveals she made fake profile to save PV Sindhu

পিভির পাশে মনু।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 31, 2024 1:10 pm
  • Updated:July 31, 2024 1:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্মান প্রিচার্ডকে ছাপিয়ে যাওয়ার সুযোগ মনু ভাকেরের সামনে।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মনু ভাকের (Manu Bhaker)। মনুর সামনে সুযোগ রয়েছে প্রিচার্ডকে টপকে একই অলিম্পিকে ৩ পদক জয়ের অনন্য নজির গড়ার। কারণ তাঁর আরও একটি ইভেন্ট বাকি। 

[আরও পড়ুন: অলিম্পিক ফুটবলে ধুন্ধুমার কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনার বিপক্ষে সেই ফ্রান্স]

Advertisement

এহেন মনু ভাকের জানালেন একসময়ে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে তিনি পিভি সিন্ধুর জন্য লড়েছিলেন। মনু নিজেই তা স্বীকার করে নিয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ভারতের ক্রীড়ার সেরাদের আমি জানি। আমার সময়ের পিভি সিন্ধু এবং নীরজ চোপড়াকে আমি চিনি। ওদের কঠিন পরিশ্রমের জন্য আমি ওদেরকে শ্রদ্ধা করি। একবার সিন্ধুর জন্য আমি ভুয়ো প্রোফাইল খুলে নেটিজেনদের সঙ্গে লড়েছিলাম। কয়েকজন সিন্ধুর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিল। তাতে আমি এতটাই উত্তেজিত হয়ে পড়ি যে ভুয়ো অ্যাকাউন্ট খেলে সিন্ধুর হয়ে নেমে পড়ি।”
মনু ভাকেরের এহেন স্বীকারোক্তির পরে সিন্ধু সোশাল মিডিয়ায় লিখেছেন, ”সুইটহার্ট। অলিম্পিকে দুটো পদক জয়ের ক্লাবে তোমাকে স্বাগত জানাই। আরও অনেক পথ অতিক্রম করা বাকি তোমার।”
যাঁর জন্য একসময়ে লড়াই করেছিলেন মনু ভাকের, সেই সিন্ধু অলিম্পিক থেকে দুটি পদক জেতেন। তবে সিন্ধু দুটে পদক জেতেন দুটো অলিম্পিকে। মনু একই অলিম্পিকে দুটো মেডেল জিতেছেন। আরও একটি পদকের হাতছানি তাঁর সামনে।

Advertisement

[আরও পড়ুন: বল হাতে গেমচেঞ্জার রিঙ্কু, ডাগ আউটে বসে স্বস্তির হাসি গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ