Advertisement
Advertisement
Manu Bhaker

নীরজ চোপড়ার সঙ্গে প্রেম করছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মনু

দিন দুই আগে নীরজ-মনুর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মনুর বাবাও।

Manu Bhaker rubbishes social media speculation over Paris chat with Neeraj Chopra
Published by: Subhajit Mandal
  • Posted:August 14, 2024 10:06 pm
  • Updated:August 14, 2024 10:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনু ভাকের (Manu Bhaker) ও নীরজ চোপড়ার (Neeraj Chopra) সাক্ষাতের ভিডিও। তার পরই গুঞ্জন শুরু হয়, তাহলে কি অলিম্পিক শেষে (Paris Olympics 2024) নতুন সফর শুরু করছেন ভারতের দুই পদকজয়ী তারকা? মনুর বাবা অবশ্য আগেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এবার মুখ খুললেন মনু নিজেও।

প্যারিস থেকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের। অন্যদিকে টোকিওয় সোনা জেতার পর প্যারিসে জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। এরই মধ্যে শুরু হয় নতুন জল্পনা। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায় গল্প করছেন দুজনে। তবে নেটিজেনদের বক্তব্য ছিল, একে-অপরের চোখে চোখই রাখতে পারছেন না। দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন। আরেকটি ভিডিওয় দেখা যায়, মনুর মা কথা বলছেন নীরজের সঙ্গে। ভারতের ‘সোনার ছেলে’র হাতে হাত রেখে কথা বলেন সুমেধা ভাকের। এমনকী নীরজের ডান হাত নিজের মাথায় তুলে কিছু একটা চেয়ে নেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: এসিএল-২তে স্বপ্নভঙ্গ, ঘরের মাঠে হেরে মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের]

ওই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই বলাবলি শুরু করেন, দুই তারকা অ্যাথলিটের মধ্যে মিষ্টি কোনও সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু মনু সেই জল্পনা স্রেফ উড়িয়ে দিলেন। তিনি বললেন, “আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই।”

Advertisement

[আরও পড়ুন: দলীপে একঝাঁক তারকা ক্রিকেটার, আশা জাগিয়েও নেই বিরাট-রোহিত]

দিন কয়েক মনুর বাবাও এই জল্পনা নিয়ে মুখ খোলেন মনুর বাবা রামকিষণ। একটি সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, “মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।” আর নীরজকে নিয়ে কী ভাবছে ভাকের পরিবার? তিনি বলছেন, “মনুর মা নীরজকে ছেলের মতো দেখে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ