Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra and Manu Bhaker

পদক দিল মিলিয়ে! মনু-নীরজ সাক্ষাতে নয়া রসায়ন খুঁজছে নেটপাড়া, ভাইরাল ভিডিও

নীরজের হাত মাথায় নিয়ে কী আবদার করলেন মনুর মা?

Neeraj Chopra meets Manu Bhaker and her mother, video goes viral
Published by: Arpan Das
  • Posted:August 12, 2024 2:59 pm
  • Updated:August 12, 2024 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে দুজনেই ভারতের নাম উজ্জ্বল করেছেন। দুজনেই গড়েছেন ইতিহাস। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। অন্যদিকে গত অলিম্পিকে সোনা জেতার পর জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। এবার মুখোমুখি দেখা হল দুজনের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।

প্যারিস অলিম্পিকের পর্ব শেষ। সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্বে ছিলেন মনু ভাকের ও পিআর শ্রীজেশ। অলিম্পিকে ভারতের হয়ে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন মনু। আর এবার নীরজ পেয়েছেন রুপো। তাতেও অবশ্য ভারতীয় জ্যাভলিন তারকার কৃতিত্ব কমছে না। অ্যাথলেটিকসে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পর পর দুটি অলিম্পিকে পদক জিতে নিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফের ঘরোয়া ক্রিকেটে রোহিত-কোহলি! দলীপ ট্রফিতে খেলবেন মহাতারকারা, বিশ্রামে বুমরাহ]

অবশেষে দেখা হল দুজনের। গল্পে মেতে ওঠেন মনু ও নীরজ। তবে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যাচ্ছে না। তার পরই চর্চায় আসে আরেকটি ভিডিও। সেখানে মনুর মাকে কথা বলতে দেখা যায় নীরজের সঙ্গে। ভারতের ‘সোনার ছেলে’র হাতে হাত রেখে কথা বলেন সুমেধা ভাকের। এমনকী নীরজের ডান হাত নিজের মাথায় তুলে কিছু একটা চেয়ে নেন তিনি। তবে কী নিয়ে তাঁর আবদার সেটা শোনা যায়নি।

[আরও পড়ুন: প্যারিসে কমেছে পদকের সংখ্যা, তবু ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন নরেন্দ্র মোদির]

যদিও সোশাল মিডিয়ায় হইচই মনু-নীরজের সাক্ষাৎ নিয়েই। নেটিজেনদের মতে, একে-অপরের চোখে চোখই রাখতে পারছেন না। দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন। অনেকের বক্তব্য, তাহলে কি প্রেমের শহর প্যারিসেই শুরু হল নতুন পথচলা? সেই সঙ্গে মনুর মা নীরজকে কোন ‘কথা’ রাখতে বলছেন, সেটা নিয়েও চূড়ান্ত কৌতূহল নেটদুনিয়ায়। নাকি সবটাই জল্পনা? খেলার জগতের দুই তারকা হয়তো কথা বলছেন খেলা নিয়েই। যদিও অনেকে সেসব মানতে নারাজ। দুজনের সাক্ষাতে নতুন সফরের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement