Advertisement
Advertisement
Lakshya Sen

জেতা ম্যাচ ‘ডিলিট’, মিলল না পয়েন্ট! অলিম্পিকে কঠিন চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন

ফের শূন্য থেকেই শুরু করতে হবে ভারতের ব্যাডমিন্টন তারকাকে।

Paris Olympics 2024: Badminton star Lakshya Sen victory 'deleted' due to this reason

লক্ষ্য সেন।

Published by: Arpan Das
  • Posted:July 29, 2024 11:42 am
  • Updated:July 29, 2024 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বের প্রথম ম্যাচ রীতিমতো লড়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। গুয়াতেমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে তিনি হারিয়েছিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। কিন্তু জিতেও কোনও পয়েন্ট পেলেন না লক্ষ্য। কারণ, তাঁর ম্যাচটিকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? পুরুষদের সিঙ্গলসে ‘এল’ গ্রুপের ম্যাচের প্রথম সেটে সহজেই জয় পেয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। দ্বিতীয় সেটে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। সেই ম্যাচে কনুইয়ে চোট পেয়েছিলেন কর্ডন। প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন তিনি। এবং তার জেরেই যত বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন: ‘পরিশ্রমের ফল পেল মনু’, অলিম্পিক পদকজয়ী মেয়ের সাফল্যে গর্বিত বাবা রামকিষন]

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়ম অনুযায়ী কর্ডন সরে যাওয়ায় লক্ষ্যর ম্যাচ ‘বাতিল’ করা হয়েছে। গ্রুপ স্টেজে যদি কেউ নাম প্রত্যাহার করে নেন, তাহলে তাঁর খেলা সব ম্যাচ ‘ডিলিট’ করে দেওয়া হয়। যার অর্থ জেতা ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট পাচ্ছেন না লক্ষ্য। তাঁর পয়েন্ট এখন শূন্য। ‘এল’ গ্রুপ এখন খেলা হবে তিনজন প্রতিযোগীর মধ্যে।

[আরও পড়ুন: ‘এই পদক আমার একার নয়’, ইতিহাস গড়ে একান্ত সাক্ষাৎকারে বলছেন মনু ভাকের]

ফলে সমস্যা আরও বাড়ল লক্ষ্যর জন্য। যেখানে বাকি প্রতিযোগীরা দুটি করে ম্যাচ খেলবেন, সেখানে তাঁকে কর্ডনের ম্যাচসহ মোট তিনটি ম্যাচ খেলতে হবে। যার মধ্যে আজ লক্ষ্যকে নামতে হবে বেলজিয়ামের জুলিয়ান কারাগির বিরুদ্ধে। তাঁর বিশ্বর‍্যাঙ্কিং ৫২। অন্যদিকে ৩১ জুলাই লক্ষ্যর ম্যাচ ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির বিরুদ্ধে। তাঁর বিশ্বর‍্যাঙ্কিং ৩। পদক জয়ের অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে তাঁকে। ফলে লক্ষ্যর সামনে লড়াই এখন যথেষ্ট কঠিন।

অন্যদিকে টেনিসে হতাশ করলেন রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি জুটি। ফ্রান্সের গেল মঁফিস ও এডুয়ার্ড রজার জুটির কাছে হেরে গেলেন তাঁরা। বৃষ্টির জন্য ম্যাচ পিছিয়ে গিয়েছিল। তার পর ভারতীয় জুটি ম্যাচ হারে ৫-৭, ২-৬ স্ট্রেট সেটে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement