BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

Tokyo Olympics: তিরন্দজিতে আশা জাগিয়েও বিদায় অতনু দাসের, ডিসকাসের ফাইনালে কমলপ্রীত

Published by: Subhajit Mandal |    Posted: July 31, 2021 10:12 am|    Updated: July 31, 2021 10:12 am

Tokyo Olympics: Atanu Das, Amit Panghal out of contention, Kamalpreet Kaur in final | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Tokyo Olympics-এ শেষ বাংলার অ্যাথলিটদের সফর। আশা জাগিয়েও বিদায় নিলেন তিরন্দাজ অতনু দাস। চূড়ান্ত হতাশ করেছেন বিশ্বের এক নম্বর বক্সার অমিত পাঙ্ঘালও। তবে, ডিসকাস থ্রো’তে ভারতের আশা জিইয়ে রেখেছেন কমলপ্রীত কৌর। আপাতত, তাঁর দিকেই তাকিয়ে গোটা দেশ। তবে, সীমা পুনিয়া ফাইনালে উঠতে পারেননি।

গতকাল দীপিকা কুমারী (Dipika Kumari) অলিম্পিকের শীর্ষ বাছাই আন সানের কাছে পরাস্ত হওয়ার পর আজ তাঁর স্বামী অতনুর (Atanu Das) দিকে নজর ছিল গোটা দেশের। আগের ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে কোরিয়ার ওহ জিনকে হারিয়েছিলেন অতনু। এদিন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত পেরে উঠলেন না অতনু। ৬-৪ ব্যবধানে হারতে হয়েছে তাঁকে। ফলে এবারেও তিরন্দাজিতে খালি হাতেই ফিরতে হল ভারতকে। অতনুর পাশাপাশি এদিন হতাশ করেছেন বক্সার অমিত পাঙ্ঘালও (Amit Panghal)। ৫২ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার অমিত। কিন্তু প্রথম ম্যাচেই শেষ হয়ে গেল তাঁর অলিম্পিক অভিযান। কলম্বিয়ার প্রতিযোগী মার্টিনেজের কাছে প্রথম ম্যাচেই ৪-১ পয়েন্টে পরাস্ত হলেন তিনি। তবে, এইসব হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছেন কমলপ্রীত কৌর। দ্বিতীয় স্থানে শেষ করে ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠেছেন তিনি। এমনকী, কমলপ্রীতই (Kamalpreet Kaur) একমাত্র অ্যাথলিট যিনি কিনা সরাসরি কোয়ালিফাই করার জন্য প্রয়োজনীয় ৬৪ মিটার দূরত্ব পর্যন্ত ডিসকাস ছুঁড়েছেন। আর তাতেই আশা দেখছে ভারত।

[আরও পড়ুন: চেতলার বক্সিং রিং কাঁপিয়েছিলেন Lovlina, দেশে ফিরলেই পদকজয়ীকে দেওয়া হবে সংবর্ধনা]

এদিকে আজ অলিম্পিকের ব্যাডমিন্টনের সেমিফাইনালে নামছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তাঁর প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর তাই জু ইন। কঠিন এই ম্যাচটি জিতলেই রুপোর পদক নিশ্চিত করে ফেলবেন সিন্ধু। অন্যদিকে, আজ কোয়ার্টার ফাইনাল জিতলে বক্সিংয়ে পদক নিশ্চিত হবে পূজা রানির। পদকের লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন ভারতের বক্সার। আজ তাঁকে খেলতে দেখা যাবে চিনের লি কিয়ানের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে