Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra

ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া

ছেলের পদক জয়ে উচ্ছ্বসিত নীরজের মা।

World Athletics Championships: Neeraj Chopra wins silver with 88.13m throw | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2022 8:46 am
  • Updated:July 24, 2022 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা সোনা। তবে ইতিহাস গড়ে দেশকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির তাঁর।

গত ১৯ বছরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) পদক অধরা ছিল ভারতের। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল নীরজের হাত ধরে। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে এই মঞ্চে দেশকে পদক এনে দিলেন অলিম্পিকে সোনাজয়ী তারকা। আর তাতেই তৈরি হল নয়া ইতিহাস। নিজের চতুর্থ থ্রোয়েই রুপো নিশ্চিত করে ফেলেন নীরজ। তবে তাঁকে পিছনে ফেলে ৯০.৫৪ মিটার থ্রো করে সোনা জিতে নেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি। ৮০.০৯ মিটার থ্রো করে ব্রোঞ্চ পান চেক তারকা জাকুব।

Advertisement

[আরও পড়ুন: কেন গ্রেপ্তার হলেন পার্থ? কী এই এসএসসি দুর্নীতি? জেনে নিন]

রবিবাসরীয় সকালে প্রথম থ্রো ফাউল করেন নীরজ (Neeraj Chopra)। দ্বিতীয় ও তৃতীয় থ্রো যায় যথাক্রমে ৮২.৩৯ মিটার এবং ৮৬.৩৭ মিটার। চতুর্থ থ্রোয়ে রুপো নিশ্চিত হয় ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি। তারপরই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান।

শেষবার ২০০৩ সালে মেলবোর্নে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন লং জাম্পার অঞ্জু ববি জর্জ। ৬.৭০ মিটার লাফিয়ে ভারতীয় অ্যাথলিট হিসেবে এই মঞ্চ থেকে প্রথমবার দেশকে পদক জিতিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের পদকখরা এবার কাটল নীরজের সৌজন্যে। রুপো জয়ের পর থেকেই তাঁর পরিবারে উৎসবের মেজাজ। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা সরোজ দেবী। “পরিশ্রমের ফল পেয়েছে। জানতাম, ও ঠিক পদক জিতবে।” বলেন তিনি। নীরজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু-সহ অনেকেই। যদিও বার্মিংহ্যামে শুরু হতে চলা কমনওয়েলথ গেমসের আগে এই মঞ্চে সোনা জয়কেই পাখির চোখ করেছিলেন নীরজ। তবে এ সাফল্যই বা কম কী!

[আরও পড়ুন: ২০২৩ বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট ছাড়বেন হার্দিক পাণ্ডিয়া, অনুমান প্রাক্তন কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ