Advertisement
Advertisement

ডেভিস কাপের মঞ্চে পরস্পরকে সমীহ করছেন রাফা-লি

ভক্তদের পাশাপাশি ভারতীয় শিবিরেও নাদালকে নিয়ে উৎসাহ ব্যাপক আকার নিয়েছে৷

Rafael Nadal and Leander Paes respect each other before Davis Cup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 1:13 pm
  • Updated:September 14, 2016 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যখনই এ দেশে পা রাখেন, তখনই টেনিসপ্রেমীদের উৎসাহ হয় দ্বিগুণ৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ রাফায়েল নাদালকে দিল্লির আর কে খান্না স্টেডিয়ামের কোর্টে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অগণিত ভক্ত৷ আর নাদাল? ফুরফুরে মেজাজে প্র্যাকটিস করলেন তিনি৷ লিয়েন্ডার পেজের সঙ্গে গল্পও চলল খানিকক্ষণ৷

মঙ্গলবার স্টেডিয়ামের বাইরে বিপুল সংখ্যক বাচ্চা ভিড় জমিয়েছিল৷ বেশিরভাগেরই আবদার, একবার রাফার সঙ্গে দেখা করতে দিতে হবে৷ দিল্লি টেনিস অ্যাসোসিয়েশনের কর্তারা হিমশিম খাচ্ছিলেন৷ বোঝানোর চেষ্টা করলেন, এই দলে একমাত্র তারকা নাদাল নন৷ একই মঞ্চে লিয়েন্ডার পেজ, রাফায়েল নাদাল, ছটি এটিপি সিঙ্গলস খেতাবজয়ী ‘ম্যারাথন ম্যান’ ডেভিড ফেরার, ফরাসি ওপেন জয়ী জুটি মার্ক ও ফেলিসিয়ানো লোপেজ রয়েছেন৷ তাতে কী! আসল উন্মাদনা সেই রাফাকে নিয়েই৷ তাঁর সঙ্গে একখানা জবরদস্ত সেলফি চাই-ই চাই৷ নিদেনপক্ষে একটা অটোগ্রাফ৷

Advertisement

নাদাল ভক্তদের পাশাপাশি ভারতীয় শিবিরেও নাদালকে নিয়ে উৎসাহ ব্যাপক আকার নিয়েছে৷ বিশেষ করে লিয়েন্ডারের মধ্যে উন্মাদনা সব থেকে বেশি৷ গত বছরই প্যারিস মাস্টার্সে রাফার সঙ্গে জুটি বেঁধে খেলেছিলেন লি৷ ফলে স্প্যানিশ তারকার খেলার স্টাইল সম্পর্কে অন্যদের থেকে তাঁর ধারণা একটু হলেও বেশি রয়েছে৷ লি বলছিলেন, “নাদালের ফুটওয়ার্ক, কোর্টে ওঁর মুভমেন্ট, পাওয়ার সব কিছু থেকেই শেখা যায়৷ শুধু রাফা কেন, ফেরারের প্লেয়িং স্টাইলও দেখার মতো৷ বিশেষ করে ওঁর বেসলাইন শট খেলার দক্ষতা৷ তাছাড়া ওঁর ফোরহ্যান্ড খেলার ক্ষমতাও ভাল৷ এলিট ওয়ার্ল্ড গ্রুপে ওঠার জন্য লড়ব৷ ফলে সবরকম পরিস্থিতিতে খেলতে হবে৷ স্পেন দলের বিরুদ্ধে জয় পাওয়া কতটা কঠিন সেটা সবাই জানে৷”

লি-এর মতোই বিপক্ষকে সমীহ করছেন নাদালও৷ ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা বলছেন, “ভারত ঘরের সমর্থকদের সামনে খেলবে৷ এটা ওদের জন্য অ্যাডভান্টেজ৷ অনেকেই স্পেনকে ফেভারিট হিসেবে ধরছে৷ কিন্তু ডেভিস কাপে স্পেশাল কিছু হতেই পারে৷ অতীতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে৷ তাই সতর্কভাবে পারফর্ম করতে হবে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement