Advertisement
Advertisement

Breaking News

দিল্লির গরমে মেজাজ হারালেন নাদাল

গরমের জন্যই ম্যাচের সময় সকালের পরিবর্তে বিকেলে নিয়ে যাওয়া হয়েছে৷

Rafael Nadal lost his cool before Davis Cup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 6:12 pm
  • Updated:September 15, 2016 6:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীতে পা রাখার পর থেকেই এক প্রশ্ন ঘুরছিল৷ কীভাবে সামলাবেন গরম? বুধবার রাফায়েল নাদাল, ডেভিড ফেরাররা যেভাবে গরমে হাঁসফাঁস করতে করতে অনুশীলন চালালেন, তাতে একটা ব্যাপার পরিষ্কার, দিল্লির গরম আর আর্দ্রতা ইতিমধ্যেই তাঁদের থিঙ্ক ট্যাঙ্কে ঢুকে পড়েছে৷ স্পেন শিবির তা অস্বীকারও করছে না৷

পয়েন্ট পাওয়ার পর তাঁর সেলিব্রেশন অনেকের চোখেই ধরা পড়েছে টিভির পর্দায়৷ কিন্তু হতাশায় রেগে গিয়েছেন, সেটা? স্পেনের প্র্যাকটিস দেখতে যাঁরা আর কে খান্না স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, চোখের সামনে দেখলেন নাদালের রাগ৷ গরমের জন্যই বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে৷ তার মধ্যে বেশ কয়েকবার নেটে বল মারার পর কিছুটা বিরক্ত হয়েই যেন কোর্টের বাইরে গিয়ে বসে পড়লেন৷ টাওয়াল দিয়ে মুখ মুছে কিছুক্ষণ বিশ্রাম৷ মিনিট দশেক পর ফের নামলেন কোর্টে৷ ফেরার তখন কোর্টে তাঁর বিপরীত দিকে৷ ফেরারের একটা বল রিটার্ন করতে গিয়ে ফের জালে জড়ালেন৷ ব্যস, মেজাজ হারালেন নাদাল৷ আছড়ে ব়্যাকেটটাই ভেঙে ফেললেন৷ যদিও এই ঘটনা বেশিক্ষণ স্থায়ী হল না৷ সতীর্থরা এসে হাসি-মশকরা করে সামলে নেন তাঁকে৷

Advertisement

গরমের জন্যই ম্যাচের সময় সকালের পরিবর্তে বিকেলে নিয়ে যাওয়া হয়েছে৷ কিন্তু তাতেও যে পরিস্থিতির দারুণ কিছু উন্নতি হয়েছে তা নয়৷ নাদাল তো বটেই, ফেরার-লোপেজরাও প্র্যাকটিসের মাঝে চেয়ারে বসে জার্সি খুলে ফেলছিলেন৷ সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ফেরার৷ গরম, আর্দ্রতার ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “এখানে পরিস্থিতি একদম অন্যরকম৷ গরম আর্দ্রতার মধ্যে আমরা যে খেলি না তা নয়৷ আমেরিকাতেও এরকম পরিস্থিতির মধ্যে খেলতে হয়েছে৷ কিন্তু এখানকার পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং৷” গরমের ব্যাপারটা ভাবাচ্ছে ভারতকেও৷ আনন্দ অমৃতরাজের চিন্তা সাকেত মিনেনিকে নিয়ে৷ বলছিলেন, “সকালে ওকে খেলতে হবে৷ পরপর দু’দিন ম্যাচ৷ ওর জন্য কাজটা কঠিন৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ