Advertisement
Advertisement

‘প্রোদুনোভা ভল্ট’-এর নতুন নাম ‘কর্মকার ভল্ট’ দিলেন সিমোন

রিও ওলিম্পিকে চারটি সোনাজয়ী বাইলসও বলেছিলেন, তিনি কখনও এই ভয়ঙ্কর ভল্ট দেওয়ার সাহস করবেন না৷

Rio Gold Medallist Simone Dubbed Produnova Vault As ‘Karmakar Vault’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 7:55 pm
  • Updated:September 4, 2016 7:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন মৃত্যুর ভল্ট৷ অনেক জিমন্যাস্টই ভয়ে এই ভল্ট দিতে চান না৷ অনেকে আবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন৷ কিন্তু একজনের কাছে এই ভল্ট দারুণ প্রিয়৷ এক্কেবারে জলভাতের মতো সোজা৷ তিনি বাঙালি কন্যা দীপা কর্মকার৷ তাঁর প্রোদুনোভা ভল্টের সঙ্গে তুলনা হয়েছে স্বয়ং ইয়েলেনা প্রোদুনোভার৷ যাঁর নামে এই ভল্ট৷ রিও ওলিম্পিকে এই ভল্টে তিনিই সর্বোচ্চ পয়েন্ট পেয়েছিলেন৷

চলতি বছর ১৪ আগস্টের সেই রাত যতবার মনে আসে, ততবারই ভারতীয়দের মাথা গর্বে আরও উঁচু হয়ে যায়৷ রিও ওলিম্পিকে সেদিন নজির গড়েছিলেন প্রোদুনোভা ভল্ট স্পেশালিস্ট দীপা৷ একটুর জন্য পদক হাতছাড়া হলেও সেদিন সবার মন জয় করে নিয়েছিলেন তিনি৷ শুধু দেশবাসীই নয়, দীপার পারফরম্যান্স নজর কেড়েছিল বর্তমানে বিশ্বের সেরা জিমন্যাস্ট সিমোন বাইলসেরও৷ রিও ওলিম্পিকে চারটি সোনাজয়ী বাইলসও বলেছিলেন, তিনি কখনও এই ভয়ঙ্কর ভল্ট দেওয়ার সাহস করবেন না৷ আর তিনি এই ভল্টকে ‘কর্মকার ভল্ট’ নামেই ডাকতে চান৷

Advertisement

রিওর স্মৃতি ঘেঁটে এক সংবাদ মাধ্যমকে দীপা জানান, “একদিন আমি প্র্যাক্টিস করছিলাম৷ এমন সময় বাইলস এসে বললেন তিনি আমার প্রোদুনোভা ভল্ট দেখেছেন৷ আমার আরও অনেক বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত বলে পরামর্শও দেন৷ তখনই প্রোদুনোভাকে ‘কর্মকার ভল্ট’ বলেন তিনি৷ যা আমায় দারুণ আত্মবিশ্বাস দিয়েছিল৷” প্রোদুনোভা ভল্টকে জনপ্রিয় করে তুলতে পারাই তাঁর সেরা সাফল্য বলে মনে করেন দীপা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement