Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টিতে তাল কাটল ওলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের

তাতে অবশ্য ক্রীড়াবিদদের সেলিব্রেশনে টান পড়েনি৷

Rio Olympics 2016: Spectacular closing ceremony as Olympic flag goes to Tokyo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 4:51 pm
  • Updated:August 22, 2016 4:53 pm

দীপক পাত্র, রিও ডি জেনেইরো: দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে ব্রাজিলে অনুষ্ঠিত হল ওলিম্পিক৷ কিন্তু তার শেষদিনটা এমন হতাশাজনক হবে তা বোধহয় আশা করতে পারেননি আয়োজক কমিটির কর্তারা৷

আতসবাজির আলোয় ঝলমলে সমাপ্তি অনুষ্ঠান
আতসবাজির আলোয় ঝলমলে সমাপ্তি অনুষ্ঠান

সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন্ দেশের ক্রীড়াবিদদের প্যারেডের সময় মুষলধারে বৃষ্টি নামল৷ সঙ্গে ঝড়৷ তাতে অবশ্য ক্রীড়াবিদদের সেলিব্রেশনে টান পড়েনি৷

Advertisement

rio 9

Advertisement

রেইন কোট পরেই একে অপরের সঙ্গে দেদার সেলফি তুললেন তাঁরা৷

সুন্দরী সাম্বা নর্তকীর তালে নাচছে গোটা স্টেডিয়াম
সুন্দরী সাম্বা নর্তকীর তালে নাচছে গোটা স্টেডিয়াম

কিন্তু আয়োজক কমিটির কর্তাদের মুখে তাতে হাসি ফোটার মতো কারণ ছিল না৷ গোটা স্টেডিয়ামের মাত্র সত্তর শতাংশ ভর্তি হয়েছিল৷

rio 5

সমাপ্তি অনুষ্ঠানের টিকিটের দামও অনেক কম রাখা হয়েছিল৷ কিন্তু তা কেটে শো দেখার ইচ্ছাই যেন ছিল না ক্রীড়াপ্রেমীদের মধ্যে৷

rio 7

উপস্থিত থাকার কথা ছিল পেলের৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘সুপার মারিও’ সেজেছিলেন৷

rio 8

পরের ওলিম্পিক টোকিওতে হতে চলেছে৷ তারও ইঙ্গিত দেওয়া হল এদিন সমাপ্তি অনুষ্ঠানে৷ এক লম্বা স্ক্রিনে লেখা ফুটে উঠল, ‘সি ইউ ইন টোকিও৷’ অর্থাৎ, আবার টোকিওতে দেখা হবে৷

'সি ইউ ইন টোকিও'
‘সি ইউ ইন টোকিও’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ