Advertisement
Advertisement

ইতিহাস গড়ে ১৮তম গ্র্যান্ড স্লাম জয় ফেডেরারের

এই নিয়ে পঞ্চমবার অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন কিংবদন্তি ফেডেরার৷

Roger Federer beats Rafael Nadal to clinch Australian open
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 12:28 pm
  • Updated:January 29, 2017 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কিংবদন্তি৷ তিনি টেনিসের রাজপুত্র৷ তাঁর সঙ্গে কারও তুলনা চলে না৷ ৩৫ বছর বয়সে কেরিয়ারের ১৮তম (সিঙ্গলসে) গ্র্যান্ড স্লাম খেতাব জিতে এ কথাই প্রমাণ করে দিলেন রজার ফেডেরার৷

সুপার সানডেতে টেনিসের আকাশের দুই উজ্জ্বলতম নক্ষত্র নেমে এসেছিল মেলবোর্ন পার্কে৷ আর টক্করটা যখন সেয়ানে-সেয়ানে হয়, তখন উত্তেজনার পারদও থাকে তুঙ্গে৷ অন্যান্যবারের মতোই অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালও এক নজিরবিহীন ম্যাচের সাক্ষী থাকল৷ যেখানে জীবনের ১৮ তম মেজর খেতাব ঝুলিতে ভরে ইতিহাসে নাম লেখালেন সুইস তারকা৷

(জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়)

গত দু’বছরে একাধিক ব্যর্থতার পর ফ্রেডিকে শুনতে হয়েছিল, “অনেক হল৷ এবার আপনার বিদায় নেওয়ার পালা৷” নাদালকে হারিয়ে এদিন সেইসব নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন তিনি৷ আপ্লুত ফেডেরার ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারলেন না৷ সেই সঙ্গে জানালেন, এই ট্রফি রাফার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি৷

এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ প্রথম সেটের দখল নিলেন ফেডেরার, আবার দ্বিতীয় সেটেই বাজিমাত নাদালের৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়লেন না৷ আর ছুটির দিনে সেই টানটান হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করলেন দর্শকরা৷ অ্যান্ডি মারে, নোভাক জকোভিচদের সাফল্যের মাঝেও নাদাল-ফেডেরার দ্বৈরথের স্বাদ অনেকটা পুরনো মদের মতো৷ কারণ কথায় বলে, মদ যত পুরনো তার নেশা ততই গাঢ় হয়। নতুনদের ভিড়ে এই ম্যাচ যেন ছিল দুই তারকার কামব্যাকের লড়াই৷ দুনিয়ার কাছে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ৷ বলাবহুল্য সেই মঞ্চে দু’জনেই সফল হলেন৷ প্রায় চার ঘণ্টা হাড্ডাহাড্ডি লড়াইশেষে স্প্যানিশ তারকাকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ সেটে হারালেন ফ্রেডি৷ এই নিয়ে পঞ্চমবার অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন কিংবদন্তি ফেডেরার৷

Fed 2

(রহস্যজনক মৃত্যু ভারতীয় ক্রিকেট দলের সদস্যের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ