Advertisement
Advertisement

Breaking News

এখনও ফুরিয়ে যাইনি, ইন্ডিয়ান ওয়েলস জিতে হুঙ্কার ফেডেরারের

এই নিয়ে মোট পাঁচবার ইন্ডিয়ান ওয়েলসের ট্রফি ঘরে তুললেন ফেডেরার৷

Roger Federer proves worth by clinching Indian Wells for the 5th time
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2017 8:12 am
  • Updated:March 20, 2017 8:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট৷ যত দিন যাচ্ছে, সেটাই যেন প্রমাণ করে চলেছেন রজার ফেডেরার৷ চলতি মরশুমে অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার তাঁর ঝুলিতে ঢুকল এটিপি ইন্ডিয়ান ওয়েলস৷

চোট-আঘাতে জর্জরিত ফেড এক্সপ্রেস গত বছর কোনও ট্রফি জিততে পারেননি৷ হাঁটুর অস্ত্রোপচার করে ছয় মাস মাঠের বাইরে ছিলেন৷ অনেকেই তখন মনে করেছিলেন, এবার অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে সুইস তারকার৷ কিন্তু সেসবে কান দেননি তিনি৷ কামব্যাকের পর বুঝিয়ে দিলেন এখনও অনেকটা টেনিস বাকি রয়েছে তাঁর মধ্যে৷ তাই অবসর নেওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ তাঁর নিজের হবে৷ দুরন্ত ফর্মে থাকা ফ্রেডি এখন যাতেই হাত দিচ্ছেন, তাই সোনা হয়ে যাচ্ছে৷ এদিন ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে স্বদেশি ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি৷ ফেডেরারের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৫৷ জয়ের পর আপ্লুত ফেডেরার বলেন, “পুরোটাই এখন রূপকথার মতো মনে হচ্ছে৷”

Advertisement

[হিরে ব্যবসার আন্তর্জাতিক কেন্দ্র হবে ভারত, বললেন মোদি]

এই নিয়ে মোট পাঁচবার ইন্ডিয়ান ওয়েলসের ট্রফি ঘরে তুললেন ফেডেরার৷ তাঁর আগে এই কৃতিত্ব ছিল জকোভিচের৷ ওয়ারিঙ্কাকে হারিয়ে একটি রেকর্ডও করে ফেললেন তিনি৷ এটিপি টুর্নামেন্টে বয়স্কতম টেনিসতারকা হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি৷ এর আগে যে কৃতিত্ব ছিল আন্দ্রে আগাসীর৷ যিনি এটিপি সিনসিনাটি ওপেন জিতেছিলেন ৩৪ বছর বয়সে৷

Advertisement

fredi

ট্রফি জিতে তৃপ্ত কিংবদন্তি তারকা বলছেন, “এবার চ্যাম্পিয়ন হয়ে সত্যি অবাক লাগছে৷ গতবার কোনও ট্রফি জিততে পারিনি৷ সেখানে এবার বছরের শুরুটাই এমন দুর্দান্ত৷ আমার থেকে এই মুহূর্তে বেশি খুশি আর কেউ নয়৷ অনেকেই তো অনেক কথা বলেছিল৷ তবে আমি এখনও ফুরিয়ে যাইনি৷ প্রমাণ করে দিলাম৷ সবে বছরের শুরু৷ আশাকরি আরও ভাল কিছু অপেক্ষা করছে ফ্যানেদের জন্য৷”

[‘ইটের জবাব পাটকেল’, অজিদের স্লেজিং তাঁদেরই ফিরিয়ে দিলেন বিরাট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ