Advertisement
Advertisement

Breaking News

সাইনাকে বিশেষ সম্মান আইওসি-র

সাইনার বাবা হরবীর সিং আইওসি’র পাওয়া চিঠির ভিত্তিতে দারুণ খুশি৷

Saina Nehwal appointed in IOC's Athletes' Commission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 9:45 pm
  • Updated:October 18, 2016 9:45 pm

স্টাফ রিপোর্টার: সাইনা নেহওয়ালের মুকুটে আরও একটি পালক সংযোজিত হল৷ এতদিন তিনি ভারতীয় ব্যাডমিন্টন জগতে সুপারস্টারের তালিকায় ছিলেন৷ এমনকী, লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতীয় ব্যাডমিন্টনকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে৷ সেই সাইনাকে এবার আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি বা আইওসি বিশেষ সম্মানে সম্মানিত করল৷ আইওসি-র অ্যাথলিট কমিশনের সদস্য হলেন তিনি৷ ভারতের কোনও অ্যাথলিট অতীতে এই বিশেষ সম্মান পাননি৷ আইওসি’র পক্ষ থেকে ইতিমধ্যেই সাইনার কাছে চিঠি পাঠানো হয়েছে৷

আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট টমাস বাগ এক বিবৃতিতে জানিয়েছেন, “রিও ওলিম্পিকের সময় অ্যাথলিট কমিশনের সদস্যদের মনোনীত করা হয়েছিল৷ যাঁদেরকে আমরা মনোনীত করেছি, তাঁদের কাছে আমরা চিরকৃতজ্ঞ৷ কারণ তাঁদের মতামতের উপর ভিত্তি করে বিশ্ব ক্রীড়াঙ্গন পরিচালিত হবে৷” অ্যাথলিট কমিশনের প্রধান হলেন অ্যাঞ্জেলা রুগিয়িরো৷ ৬ নভেম্বর এই কমিশন সভা ডেকেছে৷

Advertisement

সাইনার বাবা হরবীর সিং আইওসি’র পাওয়া চিঠির ভিত্তিতে দারুণ খুশি৷ “খুব ভাল লাগছে৷ আইওসি তাকে যে সম্মানে সম্মানিত করল তাতে আমি অভিভূত৷ এমনিতেই চোটের দরুন রিও ওলিম্পিকে কিছুই করতে পারেনি৷ যার জন্য মানসিক দিক দিয়ে অনেকটাই বিধ্বস্ত ছিল৷ আশা করি আইওসি’র এই সম্মান তাকে কিছুটা চাঙ্গা করে তুলবে৷” বলেন হরবীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ